behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

মওদুদের শারীরিক অবস্থার উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৬:৪৭, মার্চ ৩১, ২০১৬

মওদুদ আহমদবিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। বৃহস্পতিবার বিকেল ৪টায় তার সহচর আবদুল্লাহ মোহন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
বুকে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মওদুদ আহমদকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তার ঠাণ্ডার সমস্যা আছে।
মোহন জানান, বুকের ব্যথা কমেছে। তবে সর্দি, ঠাণ্ডার সমস্যা এখনও আছে।
মওদুদের বর্তমান বয়স ৭৫। এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
/এসটিএস/এজে/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ