X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিজামী আইনজীবীদের বলেছেন- সরকারের মহাবিপর্যয় হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ০০:৩০আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ০১:৩৫

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী মনে করেন, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে সরকার হত্যা ও নির্মূলের যে পন্থা অবলম্বন করেছে তা তাদের জন্য মহাবিপর্যয় ডেকে আনবে।
জামায়াতের প্রচার বিভাগের বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার নিজামীর আইনজীবী মতিউর রহমান আকন্দ ও ব্যারিস্টার নাজিব মোমেন কাশিমপুর কারাগারে তার সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন নিজামী।
নিজামী বলেছেন, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বলেছেন- রাজনৈতিক সিদ্ধান্তে এ বিচার হচ্ছে। সুতরাং এখানে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্য দৃশ্যমান। মাওলানা নিজামী বলেন, ষড়যন্ত্র করে আদর্শকে উৎখাত করা যায় না।
সাক্ষাতকালে নিজামী তার পক্ষ থেকে গত ২৯ মার্চ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে রিভিউ আবেদন করা হয়েছে তার ওপর শুনানির জন্য আইনজীবীদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এছাড়া আপিল বিভাগের রায়ের বিভিন্ন অসঙ্গতি ও ত্রুটি উল্লেখ করে মাওলানা নিজামী বলেন, এই মামলায় সাক্ষীদের পরস্পর বিরোধী যেসব বক্তব্য ও তথ্যের গড়মিল রয়েছে তা আদালতে তুলে ধরতে হবে। সাক্ষীদের বিপরীতমুখী বক্তব্য আদালত বিবেচনায় নিলে এই মামলায় তাকে সাজা দেওয়ার কোনও কারণ নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যার ওপর ভিত্তি করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। মাওলানা নিজামী আইনজীবীদের বলেন, আমি আশা করি দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করলে আমি খালাস পেয়ে জনগণের কাছে ফিরে যাব ইনশাআল্লাহ।

/এসটিএস/এএইচ/

সম্পর্কিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান: জামায়াত আমির
বগুড়ায় ‘ওলামায়ে মাশায়েখ পরিষদের’ ইফতার মাহফিল থেকে ৯ জন আটক
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’