behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

সরকার বায়স্কোপ দেখানোর চেষ্টা করছে: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৪:২৩, এপ্রিল ০৪, ২০১৬

আব্দুল্লাহ আল নোমানইউনিয়ন পরিষদ নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘ভোটারবিহীন সরকার আমাদের বায়স্কোপ দেখানোর চেষ্টা করছে। আগে জাল ভোট হত, আর এখন সরকারি বাহিনী ও নির্বাচন কমিশন ঘরের মধ্যে বসে ব্যালট বাক্স ভরে ফেলে। তারপর সেই ভোট গণনা ছাড়াই নির্বাচনের ফল ঘোষণা করে।’
সোমবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ‘ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার রক্তের হোলিখেলা তৈরি করছে’ বলেও মন্তব্য করেন তিনি।
নোমান বলেন, ‘সরকারের ভেতরে ও বাইরে সবাই বলছে নির্বাচনে কারচুপি হয়েছে। এটি কোনও নির্বাচনই হয় নাই। নির্বাচন কমিশন সরকারের ডানা। তারা পচে গেছে। জনগণের সামনে এটা প্রমাণ করতে পারাই আমাদের বড় সাফল্য।’
বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, গণতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

/এসটিএস/এমও/এফএস/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ