X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গুম-খুনের বিচার হবেই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৮:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৮:২৬

ফখরুল দেশে বিগত কয়েক বছরের সব গুম-খুনের বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ হুঁশিয়ারি দেন। মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান।
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম জাকিরকে তুলে নিয়ে যাওয়ার বর্ষপূর্তিতে তাকে ফিরে পাওয়ার আশায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
গুম-খুনের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গুম হত্যার শামিল। এটা গুরুতর অপরাধ। ভারতে ৪০ বছর পর গুম-খুনের বিচার হয়েছে। আমাদের দেশেও এসব গুম খুনের বিচার হবে। আর এ বিচারের দিন বেশি দূরে নয়।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার আমলে প্রায় ৫০০ জনের অধিক গুম হয়ে গেছে। এদের কোনও খোঁজ মেলেনি। তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল নেতা জাকিরকে সরকার গুম করেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। আমরা জানি না সে বেঁচে আছে না মরে গেছে।’
অতীতে এ দেশের মানুষ এত গুম কখনও দেখেনি উল্লেখ করে ফখরুল বলেন, ‘গুমের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। এর কোনও বিচার হচ্ছে না। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য লোক গুম হয়ে গেছেন। আজ পর্যন্ত তাদের কোনও হদিস মেলেনি।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের মৌলিক অধিকার ও আইনের শাসন ফিরে পেতে আন্দোলন চলছে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলন করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে।’

কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত তনু হত্যার কোনও কিছুই হলো না। পত্রিকা খুললেই দেখা যায় শুধু হত্যা আর হত্যা। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এ সময়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ