X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমরা কাজ করছি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ১৪:৩২আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৫:৩৬

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন বলেছেন, ব্র্যাক ব্যাংক ৮০০ কোটি টাকার বেশি মুনাফা অর্জনের মাধ্যমে ২০২৩ সালে চমৎকার ব্যবসায়িক মাইলফলক অর্জন করেছে। গ্রাহককেন্দ্রিকতা বৃদ্ধি, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং টেকসই উন্নয়ন জোরদারের মাধ্যমে ব্যাংকটি সব ব্যাংকিং শাখায় সাফল্য অর্জন করেছে।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্রুতগতিতে গ্রাহক বৃদ্ধি ও খাতভিত্তিক সহায়তা

২০২৩ সালে ব্র্যাক ব্যাংক রিটেইল ব্যাংকিং শাখায় ২ লাখ ৬২ হাজার ৫৮৪ জন নতুন গ্রাহক যুক্ত করেছে। এতে ব্যাংকটির মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৩৬ হাজার ৭৪০ জন। অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি খাত এসএমইতে ব্র্যাক ব্যাংক ২০২৩ সালে ১ লাখ ২ হাজার ৪৮ নতুন সিএমএসএমই গ্রাহক যুক্ত করেছে। এছাড়াও ব্যাংকটি করপোরেট ব্যাংকিং বিভাগে মোট ৮ হাজার ৭৫৩ জন করপোরেট গ্রাহককে সেবা দিয়েছে। 

কৌশলগত ডিজিটাল উদ্যোগ

ব্র্যাক ব্যাংক ডিজিটাল ট্রান্সফরমেশনে বড় ধরনের বিনিয়োগ করে যাচ্ছে। বিগত সালের নতুন অ্যাকাউন্টের প্রায় ৮০ ভাগই ইকেওয়াইসির মাধ্যমে খোলা হয়েছে। অ্যাপে ১ কোটি ৬০ লাখ ট্রানজেকশনের মধ্য দিয়ে ব্যাংকটি ‘আস্থা’ অ্যাপে ৫ লাখ ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছে। সহজ ব্যবহারযোগ্যতা, অধিক নিরাপত্তা এবং যুগোপযোগী ব্যাংকিং সুবিধার কারণে গ্রাহকদের মাঝে অ্যাপটির জনপ্রিয়তা বাড়ছে।

সামাজিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন প্রসার

ব্র্যাক ব্যাংকের গৃহীত উদ্যোগগুলো আর্থিক সফলতার বাইরে অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। ব্যাংকিং খাতের মোট জামানতবিহীন ঋণের শতকরা ৯৩ ভাগই ব্র্যাক ব্যাংক দিয়েছে। ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির আওতায় প্রায় ১৫০ জন নারী উদ্যোক্তাকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছে ব্যাংকটি। ৭২৯ কোটি টাকা কৃষিঋণ বিতরণের মাধ্যমে ব্র্যাক ব্যাংক গ্রামীণ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নেও উল্লেখযোগ্য অবদান রেখেছে।

বৈশ্বিক অবদান এবং পরিবেশ সংরক্ষণে ভূমিকা

১ দশমিক ১৯ বিলিয়ন ডলারের আরএমজি টেক্সটাইল রফতানি এবং ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের আমদানিসহ ব্র্যাক ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রেখেছে। সবুজ অর্থায়ন এবং টেকসই অর্থায়ন পরিবেশগত বিষয়ে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির পরিচায়ক।

জাতীয় রাজস্ব খাতে অবদান এবং নেটওয়ার্ক সম্প্রসারণ

জাতীয় কোষাগারে ১ হাজার ১৯৪ কোটি টাকা কর দেওয়ার মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের দায়িত্বশীল করপোরেট সিটিজেন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারা দেশে ১ হাজার ৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৪০টি সাব-ব্রাঞ্চ চালুর মাধ্যমে ব্যাংকের নেটওয়ার্ক সম্প্রসারণ করে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের নিরবচ্ছিন্ন, সহজলভ্য এবং সুবিধাজনক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।

/আরকে/
সম্পর্কিত
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন মাহীয়ুল ইসলাম ও আহমেদ রশিদ জয়
সর্বশেষ খবর
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু: অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ
বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু: অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক