X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ১৮:৩৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৯:৪৫

কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এ সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কারের অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের উদ্যোগে নবম বারের মতো এ পুরস্কার দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন কৃষি অর্থনীতিবিদ ড. এম এ সাত্তার মণ্ডল। এছাড়া পুরস্কারে ভূষিত হন বছরের সেরা কৃষক (পুরুষ) মো. আবুল কালাম আজাদ, বছরের সেরা কৃষক (নারী) তানিয়া পারভীন, সেরা মেধাবী সংগ্রামী কৃষক (পুরুষ) মো. সিদ্দিক হোসেন, সেরা মেধাবী সংগ্রামী কৃষক (নারী) সাবিত্রী বিশ্বাস, পরিবর্তনের নায়ক মো. সানোয়ার হোসেন, সেরা জলবায়ু অভিযোজক ড. মৃন্ময় গুহ নিয়োগী, সেরা কৃষি সাংবাদিক সাহানোয়ার সাঈদ শাহীন, জুরি স্পেশাল ড. মো. আল-মামুন, সেরা কৃষি প্রতিষ্ঠান (সহায়তা ও বাস্তবায়ন) আই ফার্মার, সেরা কৃষি প্রতিষ্ঠান (রফতানি) প্রাণ ডেইরি।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কৃষি ও কৃষক। কৃষি উৎপাদন থেকে কৃষি বাণিজ্য, অমিত সম্ভাবনার এক আলো প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছেন কৃষকরা। আমরা সেই আলোকচ্ছটা ছড়িয়ে দিতে চাই পুরো দেশে।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে আশঙ্কা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে খাদ্য উৎপাদনের পরিমাণ ৩০ শতাংশ কমে যাবে। কৃষক ও কৃষি খাতে সংশ্লিষ্টদের জন্য চ্যালেঞ্জগুলো ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এই চ্যালেঞ্জগুলো কমাতে এবং টেকসই উন্নয়ন উপযোগী একটি পরিবেশ তৈরি করতে আমাদের অবশ্যই নগরায়ণ, ক্রমবর্ধমান তাপমাত্রা, পানির দুষ্প্রাপ্যতা, লবণাক্ততা বৃদ্ধি, কৃষি কৌশল এবং প্রাণিসম্পদ লালন-পালনের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে। এ বছরের অ্যাগ্রো অ্যাওয়ার্ড বিজয়ীরা ঠিক এই কাজটিই করেছেন।’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘কৃষক এগিয়ে গেলেই এগিয়ে যাবে দেশ। জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে প্রযুক্তির প্রতি তরুণ কৃষকদের উৎসাহী করতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
বনানীতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
বনানীতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে
বাড্ডায় কারখানার আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু
বাড্ডায় কারখানার আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার