X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মে ২০২৪, ১৭:১৬আপডেট : ০৮ মে ২০২৪, ১৭:১৬

নারী-পুরুষকে পেইন্টার হিসেবে গড়ে তুলতে পেইন্টিং ফর কনস্ট্রাকশনের লেভেল-২ এর শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় এ আয়োজন করে বার্জার পেইন্টস।

রবিবার (৫ মে) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে উদ্বোধনী ক্লাস হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘সরকারের পক্ষ থেকে পাওয়া আর্থিক সহযোগিতা আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। বার্জার ট্রেনিং ইনস্টিটিউট আগামীতে আরও বৃহৎ পরিসরে কাজ করতে সক্ষম হবে। এ লক্ষ্যেই আমরা ইতোমধ্যেই বার্জার পেইন্টার্স ট্রেইনিং ইনস্টিটিউটকে বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে পরিণত করেছি।’

এনএইচআরডিএফর ব্যবহাপনা পরিচালক ও নির্বাহী অফিসার মো. কামাল হোসাইন বলেন, ‘বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে।’ তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগে নিজেদের ব্যক্তি জীবনের উন্নয়নে মনোযোগী হতে নির্দেশ দেন।

বার্জারের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম বলেন, ‘মাঠ পর্যায়ে আমাদের গ্রাহকের মতামত নিতে গিয়ে পেইন্টিং শিল্পে গ্রাহককে সেবা দিতে নারীদের চাহিদার গুরুত্ব আমরা অনুভব করেছি। এভাবেই প্রথমে ছোট পরিসরে নিজস্ব অর্থায়নে বার্জার ট্রেনিং ইনস্টিটিউট নারীদের শর্ট কোর্সের আওতায় পেইন্টার হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। পরে এই প্রশিক্ষিত নারীদের বার্জারেই চাকরি দেওয়া হচ্ছে।’

গত ৬ এপ্রিল প্রশিক্ষণের জন্য আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়। ১৮ থেকে ৪০ বছর বয়সী ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ নারী-পুরুষ প্রার্থীরা প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বিবেচিত হন। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিরাও এই প্রশিক্ষণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হন। সব যোগ্যতা পূরণ সাপেক্ষে ২৪ জন প্রশিক্ষণার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে উদ্বোধনী ক্লাসে অংশ নেওয়ার সুযোগ লাভ করেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ