X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৭, ০০:৩৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ০৩:২৭

৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ১৯৫ রানের জবাবে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা সচল রয়েছে সফরকারীদের। ওপেনিং জুটিতে আসে ৪৩ রান।তবে চতুর্থ ওভারে জুটি ভাঙেন হ্যান্ড্রিকস। ইমরুলকে ১০ রানে তালুবন্দী করেন তিনি। এরপর অধিনায়ক সাকিব নেমে দৃষ্টিনন্দন শট খেলেছিলেন। কিন্তু থিতু হতে পারেননি। ১৩ রানে ব্যাট করতে থাকা অধিনায়ককে ক্যাচ আউটে সাজঘরে ফেরান অভিষিক্ত রবি ফ্রাইলিঙ্ক। অপর দিকে সঙ্গী কাউকে না পেলেও ঝড় বইয়ে দিতে থাকেন ওপেনার সৌম্য সরকার। হাফসেঞ্চুরির দিকেই ছিলেন। কিন্তু ব্যক্তিগত ৪৭ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ফেহলুকায়ো। যদিও শুরুতে আম্পায়ার আউট দেননি। রিভউ নিলে পরে টিভি আম্পায়ারের সিদ্ধান্তে সাজঘরে ফেরেন ৩১ বলে দুর্দান্ত ইনিংস খেলা ওপেনার।

কিছুক্ষণ বড় শট খেলে সাজঘরে ফেরেন মুশফিকও। মুশফিককে বিদায় করেন ফাঙ্গিসো। নতুন নামা মাহমুদউল্লাহকেও থিতু হতে দেননি ফেহলুকায়ো। লিডিং এজ হলে তালুবন্দী হন আমলার। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১.৫ ওভারে ১০৪ রান। 

টস হেরে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুতে না পারলেও মাঝের দিকে নিয়ন্ত্রিত বোলিং করেছিল। তাতেও দক্ষিণ আফ্রিকার রানের চাকার গতি কমাতে পারেনি সফরকারীরা। বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টিতে ১৯৬ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে প্রোটিয়ারা সংগ্রহ করেছে ১৯৫ রান।

শুরুতে দুই প্রান্তে আক্রমণে ছিলেন দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। উল্টোদিকে আগ্রাসী ছিল দক্ষিণ আফ্রিকাও। কিন্তু দ্বিতীয় ওভারে মিরাজ আসলে খানিকটা রাশ টেনে ধরেন তিনি। আর এই ওভারের শেষ বলেই আমলাকে বোল্ড করে ফেরান সাজঘরে। এরপর অবশ্য ডি ভিলিয়ার্স নামলে ঝড়ো গতিতে রান তুলতে থাকে প্রোটিয়ারা। ডি কক ও ডি ভিলিয়ার্স মিলে গড়েন ৭৯ রানের জুটি। আর এই জুটিতেই ১০ ওভারে আসে ৯৭ রান। তবে দশম ওভারে ফের আঘাত হানেন স্পিনার মিরাজ। উঠিয়ে মারতে গিয়ে ৪৯ রানে বিদায় নেন ডি ভিলিয়ার্স। এরপর ডি কক করেন হাফসেঞ্চুরি। সাকিবের ওভারে ছক্কা মেরে পূরণ করেন হাফসেঞ্চুরি। আর এই ওভারেই মারতে গিয়ে বাউন্ডারির কাছে ইমরুলের হাতে তালুবন্দী হন জেপি দুমিনি। দ্বিতীয় প্রচেষ্টায় দুর্দান্ত ক্যাচ লুফে নেন ইমরুল। দুমিনি ফেরেন ১৩ রানে। এরপর রুবেলের ১৫তম ওভারে লেগ বিফোরের শিকার হন কুইন্টন ডি কক। রুবেলের ফুলার লেন্থের ডেলিভারিতে অস্বস্তিতে ভুগছিলেন ডি কক। শেষ পর্যন্ত সেই ডেলিভারিতেই এলবিডাব্লিউ হয়ে প্রোটিয়া ওপেনার ফেরেন ৫৯ রানে। ৪৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছয়। এরপর প্রোটিয়াদের রানের চাকা সচল রেখে ১৯৫ রানের পুঁজি পাইয়ে দেন ডেভিড মিলার (২৫) ও ফারহান বেহারদিয়েন (৩৬)।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও এই ফরম্যাটে ভালো করার লক্ষ্য টাইগারদের। ফাফ দু প্লেসি চোট পেয়ে আগেই ছিটকে যাওয়ায় প্রোটিয়াদের নেতৃত্বে রয়েছেন জেপি দুমিনি। প্রোটিয়া দলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্কের।

ব্লুমফন্টেইনে এর মধ্য দিয়ে তিন অধিনায়কের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এগোচ্ছিল দুই অধিনায়কের কাঁধে চড়ে। বৃহস্পতিবার সাকিব আল হাসানের টসের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো পা রাখলো ‘তিন অধিনায়কের যুগে’।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা