X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আজ শুরু শেষ চারের লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২

আজ শুরু শেষ চারের লড়াই কে খেলবে শেষ চার? অনেকে ভিন্ন ভিন্ন ভাবে হিসাব কষে রেখেছিলেন। আপাতত সকল হিসাব নিকাশ শেষ। ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স উঠেছে বিপিএলের ৬ষ্ঠ আসরের শেষ চারে। রবিবার একদিন বিরতির পর আজ সোমবার থেকে শুরু হচ্ছে ফাইনালে ওঠার লড়াই।

সেরা দুইয়ে টিকে থাকার লড়াইয়ে আজ এলিমিনেটর পর্বে দুপুর দেড়টায় চিটাগং ভাইকিংস লড়বে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। জয়ী হওয়া দলের সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের টিকিট কাটার। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচের জয়ী দল ফাইনালে খেললেও হেরে যাওয়া দলেরও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ এলিমিনেটর পর্বের জয়ী দলে।

প্রথম কোয়ালিফায়ার খেলার আগে রংপুর দুইবার কুমিল্লার বিপক্ষে জিতেছে। আগে ব্যাটিং করে দুবারই ব্যর্থ হয়েছেন তামিম, ইমরুল, এনামুলরা। প্রথমবার ৬৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয়বার কুমিল্লা করতে পারে মাত্র ৭২ রান। সহজ এ লক্ষ্য দুবারই হেসে খেলে পার করেছে মাশরাফির রংপুর রাইডার্স। সোমবার বিপিএলের মঞ্চে দুই হট ফেভারিট মুখোমুখি হতে যাচ্ছে। প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে রংপুর ও কুমিল্লা। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ম্যাচটি নিয়ে রংপুরের অলরাউন্ডার রবি বোপারা অবশ্য তীব্র লড়াইয়ের আভাসই দিচ্ছেন, ‘কুমিল্লার ভালো মানের খেলোয়াড় আছে। যারা এর আগে এ ধরণের ম্যাচ খেলেছে। কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে। এজন্য বলছি ম্যাচটি বেশ কঠিন হবে। আগের মতো সহজ ভাবে আমরা জিততে পারবো না।’

এদিকে ম্যাচের আগের দিন রংপুর অনুশীলন করলেও কুমিল্লা বিশ্রামে সময় কাটিয়েছে। আগের দিন দলের প্রতিনিধি হয়ে আসা এনামুল হক বিজয় জানিয়েছিলেন, ‘রংপুরের বিপক্ষে আমরা দুটি ম্যাচেই বাজে খেলেছি। এবার আমাদের সময়, আশা করি গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা জ্বলে উঠবো।’

এদিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা-চট্টগ্রাম। এলিমিনেটর এ ম্যাচে যারা হারবে তারাই বিদায় নেবে বিপিএল থেকে। মুশফিকের চিটাগং ভাইকিংসের বিপক্ষে সাকিবের ঢাকা ডায়নামাইটস দুবার হেরেছে গ্রুপ পর্বের লড়াইয়ে। তৃতীয় দেখায় ঢাকা প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই এখন দেখার। ঢাকাকে দুইবার হারিয়ে আত্মবিশ্বাসী চিটাগং ভাইকিংসের পেসার খালেদ আহমেদ জানালেন, ‘ঢাকা অনেক বড় দল। তবে বড় দল হলেও সমস্যা নেই! গত দুই ম্যাচে আমরা তাদের হারিয়েছি। কালকের ম্যাচেও আমরা তাদেরকে হারাতে চাই।’

খুলনাকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ঢাকা। সোমবার মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে জয়ের বিকল্প নেই সাবেক চ্যাম্পিয়নদের কাছে। এই ম্যাচে সাকিবের জ্বলে ওঠার অপেক্ষায় কোচ খালেদ মাহমুদ সুজন, ‘আমরা সাকিবের কাছ থেকে রান পাইনি কয়েকটি ম্যাচে। চাপের মধ্যে ছিলাম। সাকিব তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। আশা করি অধিনায়ক সামনে থেকেই নেতৃত্ব দেবে। আর আন্দ্রে রাসেল এমন একজন ক্রিকেটার যে কিনা একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। ওরা হয়তো এই সময়েই জ্বলে উঠবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রতিবাদবিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
শ্রমিক লীগের জনসভা শুরু
শ্রমিক লীগের জনসভা শুরু
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা