X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘কঠোর পরিশ্রম’ মাহমুদউল্লাহর সাফল্যের চাবিকাঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:১৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৩০

‘কঠোর পরিশ্রম’ মাহমুদউল্লাহর সাফল্যের চাবিকাঠি ১৪ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে ৩৯৬ রান নিয়ে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে ‍দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ। আর বোলিংয়ে ১৪ ম্যাচে ৩৩.২ ওভারে তুলে নিয়েছেন ১০ উইকেট। কঠোর পরিশ্রমেই এই সাফল্য বলে মনে করছেন মাহমুদউল্লাহ।

গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন মাহমুদউল্লাহ। দলের একমাত্র ক্রিকেটার হিসেবে ব্যাট-বলে সমান অবদান রেখেছেন তিনি। খুলনা টাইটানসের দ্বিতীয় কোয়ালিফাইয়ার পর্যন্ত আসার পেছনে তার অবদানটাই সবচেয়ে বেশি। বিপিএলের মাধ্যমে স্ট্রাইক রেটেরও অনেক উন্নতি হয়েছে তার। কঠোর পরিশ্রমেই ব্যাটিংয়ে এমন উন্নতি হয়েছে বলে মনে করেন মাহমুদউল্লাহ।

বুধবার ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসেছিলেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি ম্যাচের জন্য অনেক গবেষণা করেছেন নিজের ব্যাটিং-বোলিং নিয়ে। বিশেষকরে জাতীয় দলের অনুশীলনে এ নিয়ে কাজ করে সফল হয়েছেন বলে জানিয়েছেন তিনি, ‘সত্য কথা বলতে আমার মনে হয় টি-টোয়েন্টি খেলাটা নিয়ে আমাকে অনেক কাজ করতে হয়েছে। আমার মনে হয় জাতীয় দলের অনুশীলনের সময় এই বিষয়টির উন্নতি হয়েছে। শেষ বছরেও হয়তো স্ট্রাইট রেটটা আমার অতটা আহামরি ছিল না। এই বিপিএলে স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পেরেছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘ইচ্ছা ছিল স্ট্রাইক রেটের উন্নতি করার। যদিও আমাদের ব্যাটিংও ভালো করছিল না। তাই আগ্রাসী ব্যাটিং করতে গিয়েও চিন্তায় পড়তে হয়েছিল। পুরো বিপিএলে আমি চেয়েছি, যতটুকু ইতিবাচক থেকে খেলা যায়।’

১৪ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে ৩৯৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে ‍দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ। শুধু তাই নয়, বোলিংয়ে একই রকম সাফল্য অব্যহত রেখেছেন তিনি। এই ১৪ ম্যাচে ৩৩.২ ওভার বোলিং করে তুলে নিয়েছেন ১০টি উইকেট। সতীর্থদের অনুপ্রেরণাতেই এমন সাফল্য পেয়েছেন বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘আমি যদি ভালো খেলে থাকি, তাহলে সেটা আমার সতীর্থদের সাহায্যেই। তাই সব সময়ই কৃতিত্ব দেব আমার সতীর্থদেরকে। আর হারলে সম্মানহানি হয় আমার দলেরই। সেমিফাইনাল খেলেছি। এর চেয়ে বেশি হয়তো আশা করা ঠিক হতো না। তারপরও চেষ্টা করেছি আমার দিক থেকে দলকে উজ্জীবিত রাখা যায়, হয়তো ঠিক মতো পারিনি, তবে চেষ্টাটা ছিল।’

ব্যাটিংয়ে আত্মবিশ্বাস বেড়েছে কঠোর পরিশ্রমের কারণেই, মাহমুদউল্লাহ মনে করছেন এমনটাই। এমনিতেই তিনি দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান, এর ওপর আবার গত কিছুদিনে তার ব্যাটিংয়ের গভীরতা বেড়েছে আরও। বিপিএলে স্ট্রাইক রেট বেড়ে যাওয়া প্রসঙ্গে রিয়াদের বক্তব্য, ‘টিম ম্যানেজমেন্ট থেকে স্বাধীনতা পেয়েছি। প্রধান কোচ আমাকে সাহায্য করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমার সতীর্থরা।’ সঙ্গে যোগ করলেন, ‘টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল আক্রমণাত্মক ক্রিকেট খেলার। এর জন্য যদিও আমাকে অনেক কাজ করতে হয়েছে। বিপিএলে যে আত্মবিশ্বাস আমি অর্জন করেছে, তার পেছনে আমার কঠোর পরিশ্রমটা ভূমিকা রেখেছে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে