X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ক্যাচ মিস আমাদের বড় এক রোগের নাম: তামিম

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩৩

ক্যাচ মিস আমাদের বড় এক রোগের নাম: তামিম ক্যাচ মিসতো ম্যাচ মিস! বাংলাদেশের গোটা নিউজিল্যান্ড সফরে এ রোগটা খুব ভালোই টের পাওয়া গেছে। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট মিলিয়ে খেলার গুরুত্বপূর্ণ সময়গুলোতে ১৮ টির মতো ক্যাচ মিস করেছে বাংলাদেশ দল। এসব ক্যাচ মিসকে কেন্দ্র করে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাত থেকে ফসকে গেছে। সোমবার ক্রাইস্টচার্চে টেস্ট সিরিজেও বাংলাদেশ দল হোয়াইটওয়াশ হওয়ার পর এ প্রশ্নটি এসেছিল বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে। তামিম সমস্যাটি  স্বীকার করে বলেন, ‘ক্যাচ মিস আমাদের বড় এক রোগের নাম। টিম ম্যানেজমেন্ট আশা করি এ ব্যাপারে একজন স্পেশালিস্ট খুঁজে বের করে আমাদের এই ক্যাচ মিসের রোগটা সারানোর ব্যবস্থা করবেন।’

সংবাদ সম্মেলনে তামিমকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কি দলের সদস্যদের দক্ষতার অভাব নাকি বিদেশের কন্ডিশনের কারণে হয়েছে। তামিম এর উত্তরে বলেন, ‘আমরা যখন দেশে খেলি এ বিষয়গুলোকে আমরা নিজের মতো সামাল দিতে পারি। কিন্তু যখন নিউজিল্যান্ডের মতো দেশে খেলতে আসি ওরা হয়তো পাঁচটা ক্যাচ মিস করতে পারে কিন্তু আমরা তা মিস করতে পারি না। কারণ আমাদের একজন বোলারকে এমন একটি সুযোগ সৃষ্টি করতে অনেক কষ্ট করতে হয়।’

তামিম এসময় পেসারদের প্রশংসায় ভাসান, ‘আমাদের পেস বোলাররা গোটা সিরিজে অসাধারণ বল করেছেন। ভালো বল করে তারা এসব ক্যাচের সুযোগ সৃষ্টি করেছেন। ভালো ব্যাটিং একটি দলের অবশ্যই বিজয়ের একটি স্তম্ভ। কিন্তু ফিল্ডিং বিশেষ করে যে আঠারোটার মতো ক্যাচ আমরা মিস করেছি এর সত্তুরভাগও যদি আমরা ধরতে পারতাম তাহলে গল্পটা অন্য রকম হতো। আমি অন্তত মনে করি কেউ ইচ্ছা করে ক্যাচ মিস করে না। আরেকটা বিষয় হলো স্লিপে ক্যাচ মিস করাটা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে পারি।’

/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার