X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এই ইনিংস মূল্যহীন: সৌম্য

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৭, ১২:১৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১২:১৯

সৌম্য সরকার সৌম্য সরকার জ্বলে উঠলেন অনেকদিন পর। কিন্তু পাশে পেলেন না কাউকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আশা জাগিয়েও হারতে হলো বাংলাদেশকে। দারুণ এক ইনিংস খেলার পরও তাই হতাশা লুকালেন না বাঁহাতি এই ব্যাটসম্যান।

ইমরুল কায়েসের সঙ্গে উদ্বোধনী জুটিতে নেমেছিলেন সৌম্য। নিজের খোলস ছেড়ে এদিন বেরিয়ে আসেন এই ওপেনার। ১৯৬ রানের লক্ষ্যে ছোটা বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তিনি। হেন্ডরিকস, প্যাটারসন ও ফ্রাইলিঙ্ক- তিন বোলারের ওপর চড়াও হন সৌম্য। তার দুর্দান্ত ব্যাটে প্রথম পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৫ রান তোলে বাংলাদেশ।

৯.১ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে ৯২ রান এনে দেওয়ার পর ফিরতে হয় সৌম্যকে। মাত্র ৩১ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন এই ওপেনার। হাফসেঞ্চুরির এই আক্ষেপকে ছাড়িয়ে গেছে দলের জয় না পাওয়ার হতাশা। সংবাদ সম্মেলনে সৌম্য বলেছেন, ‘যদি আমি বড় ইনিংস খেলতে পারতাম এবং দল জিতে যেতো, তাহলে আমি আমার ইনিংস নিয়ে কথা বলতাম। আমি শেষ করতে পারিনি, দলও জিতলো না। এই ইনিংসের কোনও মূল্য নেই।’

শুরুটা দারুণ হয়েছিল মনে করছেন সৌম্য। কিন্তু শেষ ১০ ওভারে সেই পুঁজি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভূমিকা রাখলে ফল অন্য কিছু হতে পারতো জানান সৌম্য, ‘শেষ ১০ ওভারে যদি তিন থেকে ছয় নম্বর ব্যাটসম্যানরা রান করতে পারতো, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হতো।’

ব্লুমফন্টেইনে টি-টোয়েন্টি সিরিজ হেরে শুরু হলেও সান্ত্বনা যে, টেস্ট ও ওয়ানডের চেয়ে ভালো পারফরম্যান্স করেছে বাংলাদেশ। দলের সামর্থ্য নিয়ে সৌম্য বলেছেন, ‘তারা আজ (বৃহস্পতিবার) ২০০ রান করলো। আমরা করলাম ১৭৫। অবশ্যই আমাদের সামর্থ্য আছে। যদি মিডল অর্ডার থেকে কিছু রান যোগ হতো, তাহলে আমরা সহজে ম্যাচ জিততাম। আমরা যে ২০০ রান করতে পারি, এই আত্মবিশ্বাস এসে গেছে।’

কিছু না পাওয়ার এই সফরে বাংলাদেশের প্রাপ্তির শেষ সুযোগ আগামী ২৯ অক্টোবর। পচেফস্ট্রুমে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?