X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

খেলায় কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে ওঠেনি

গাজী আশরাফ হোসেন লিপু
২৫ জানুয়ারি ২০২০, ২০:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২০:৫০

খেলায় কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে ওঠেনি বড় একপেশে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজটা হারলো। একই ভেন্যুতে খেলা হওয়ার কারণে আশা ছিল, বাংলাদেশ এই স্লো পিচের আচরণের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে এই ম্যাচে সিরিজে সমতা আনার জন্য তাদের সেরাটা দিয়ে লড়াই করবে। কিন্তু সেই উত্তাপ ছড়াতে পারেনি মাহমুদউল্লাহর দল। বরঞ্চ দুদিনই আগে বল করে একটা সহজ লক্ষ্যে দলকে ব্যাট করার সুযোগ করে দেন পাকিস্তানের বোলাররা। খেলার প্রথমার্ধেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যায়। সহজ থেকে সহজতর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ব্যাট করেছে বাবর আজমের দল এবং তাদের ব্যাটিংয়ে তারা প্রথম ম্যাচের মতো ভুল করেনি। প্রায় সাড়ে তিন ওভার হাতে রেখে ৯ উইকেটে ম্যাচ জিতে তারা বোলিং ও ব্যাটিংয়ে তাদের উন্নতিটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

তামিমের ইনিংসটি ছিল পরিচ্ছন্ন। তবে স্ট্রাইক রেট বাড়ানোর কোনও প্রচেষ্টা লক্ষ্য করিনি। এই পিচটি প্রথম ম্যাচের চেয়ে একটু ভালো ছিল। বল ব্যাটে এসেছে, নেহায়েত মন্দ না। তবে পার্থক্যটা গড়ে দিয়েছে পাকিস্তানের বোলাররা। তারা স্টাম্প বরাবর বল করেছেন অনেক বেশি, চেঞ্জ অব পেস করে আমাদের ব্যাটসম্যানদের চাপে রেখেছেন। তামিম দীর্ঘ সময় ব্যাট করলেও বোলারদের ওপর আধিপত্য তৈরি করতে পারেননি। পরপর দুই ম্যাচে তার রানআউটের দৃশ্য বলে দেয় যে, ২২ গজের পিচে রান নেওয়ার ব্যাপারে তাকে আরও ক্ষিপ্রতা বাড়াতে হবে। অল্প দূরত্বে তার স্প্রিন্ট দেওয়ার অনুশীলন আরও বাড়াতে হবে।

পাকিস্তানের পিচ ব্যাটিংবান্ধব হলে হয়তো আমাদের নতুন খেলোয়াড়রা ব্যাট হাতে আরও উজ্জ্বল থাকতেন। দ্রুত মানিয়ে নিয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করা তাদের জন্য সহজ কাজ নয় এবং এখানেই অভিজ্ঞরা এগিয়ে যায়। এই ম্যাচে বাবর আজম ও বর্ষীয়ান মোহাম্মদ হাফিজ খেলাটাকে কত সহজে শেষ করলেন এবং প্রথম ম্যাচে শোয়েব মালিক হিসাব-কিতাব করে ঝুঁকিবিহীন ব্যাট করে দলকে জেতালেন। আমাদের তরুণরা তাদের খেলা চোখের সামনে দেখছেন এবং সেখান থেকে ভালো দিকগুলো নিজের ক্রিকেটে ভবিষ্যতে প্রয়োগ করতে দেখলে আনন্দিত হবো।

দ্বিতীয় ম্যাচে খেলার মাঝ পর্যায়ে দেখা গেলো আমাদের বোলাররা সম্ভবত ৭ শতাংশ বল করতে পেরেছেন স্টাম্পের নিশানা বরাবর, কাজেই আমাদের বোলাররা প্রতিপক্ষকে যে রান করার সুযোগ কত সহজে করে দিয়েছেন, সেটা অনুমেয়। মোস্তাফিজুর রহমান আজও তার কাছ থেকে প্রত্যাশার কাছাকাছিও বল করতে পারেনি। তার বলে যদিও লিটন দাস পাড়ার উইকেটকিপারের মতো ক্যাচ ছেড়েছেন। এই দৃশ্য দেখে মনে হয়েছে খেলাটা আমরা অনেক আগেই ছেড়ে দিয়েছি।

সিরিজ পাকিস্তান জিতে যাওয়ায় তৃতীয় ম্যাচটির আর তেমন কোনও আকর্ষণ রইলো না। এই সিরিজ নিয়ে দুই বোর্ড মাঠ যেমন গরম রেখেছিল, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের ক্রিকেটাররা মাঠের লড়াইয়ে কোনও প্রতিরোধই গড়তে পারলো না, যা আমাদের জন্য বড়ই হতাশাজনক।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ