X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ১৪:৫৮আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৪:৫৮

এক বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। ২০২৩ সালের এপ্রিলে তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে। তবে অপেক্ষার পালা শেষ হচ্ছে সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে খেলতে নামছেন তিনি। আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। 

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব। চুক্তি স্বাক্ষর শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাকিব আশাবাদ জানান, চট্টগ্রামে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তিনি বলেন, ‘চট্টগ্রামে জয়ের লক্ষ্য নিয়েই আমরা খেলতে নামবো। তবে টেস্ট ক্রিকেটে আমরা সবসময় সংগ্রাম করেছি। আমাদের জন্য কঠিন। তবে আমি মনে করি শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো করা উচিত। অবশ্যই জেতা উচিত।’

সাকিব জানিয়েছেন টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত তিনি, ‘নাহ আমি যতদিন ধরে ক্রিকেট খেলছি, কোনোদিনই ব্যক্তিগত লক্ষ্য নিয়ে খেলতে নামিনি। কোনও অর্জন নিয়েও আমি সেভাবে চিন্তা করিনি। সবসময় চেয়েছি দেশের জন্য ও দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটাই আমার কাছে গর্বের। স্বাভাবিকভাবে তাই টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত।’

শান্তর অধিনায়কত্ব নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন বাঁহাতি এই অলরাউন্ডার, ‘এটা বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। তবে শুরুটা ভালো হয়েছে। কিছু ফল তার পক্ষে এসেছে। বিসিবিও তাকে দীর্ঘমেয়াদে চিন্তা করেই দিয়েছে নেতৃত্ব। আমি আশা করি সবার সহযোগিতা পেলে ও অবশ্যই অসাধারণ একজন নেতা হয়ে উঠবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ভুগিয়ে মাস সেরা কামিন্দু
সিরিজ হারে সাতে নেমে গেছে বাংলাদেশ
এমন ব্যর্থতায় ‘অপরাধবোধ’ নেই শান্তর
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে এন্ড্রোমিডা স্টার জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে এন্ড্রোমিডা স্টার জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!