X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘আইপিএলে খেলে মোস্তাফিজের শেখার কিছু নেই’

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ১৭:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৮:০৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুতির জন্য আইপিএলকে প্রাধান্য দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। একমাত্র বাংলাদেশি হিসেবে চলতি আইপিএলে খেলা মোস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ে সিরিজের আগে ফিরিয়ে আনা হচ্ছে দেশে। বোর্ডের এই সিদ্ধান্তকে যথাযথ মনে করে বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, আইপিএলে খেলে মোস্তাফিজের শেখার কিছুই নেই। বরং আইপিএলে খেলতে আসা অন্য খেলোয়াড়রা বাঁহাতি পেসারের কাছ থেকে শিখবে মত তার।

এই মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজ। দারুণ ফর্মে থেকে ৫ ম্যাচে তিনি নিয়েছেন ১০ উইকেট। আগামী ১ মে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু চেন্নাইয়ের অনুরোধের প্রেক্ষিতে তার থাকার মেয়াদ একদিন বাড়ানো হয়েছে। মানে আরও চারটি ম্যাচ তিনি খেলতে পারবেন।

কিন্তু অনেকের মতামত জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে শুরু হতে যাওয়া পাঁচ টি-টোয়েন্টির চেয়ে আইপিএলে মোস্তাফিজকে খেলানো উচিত ছিল। জালাল এনিয়ে বলেছেন, ‘আমরা ১ মে পর্যন্ত মোস্তাফিজুরকে খেলতে দিচ্ছি। সে ২ মে ফিরে আসবে এবং পরের দিন থেকে দলে যোগ দেবে।’

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জালাল আরও বলেছেন, ‘আইপিএলে খেলে মোস্তাফিজুরের শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং আইপিএলের অনেক খেলোয়াড় তার কাছ থেকে শিখতে পারে। বাংলাদেশ তাতে করে কোনও সুবিধা পাবে না।’

জিম্বাবুয়ে সিরিজের চেয়ে আরও বড় কারণে মোস্তাফিজকে ফিরিয়ে আনা হচ্ছে বললেন এই পরিচালক, ‘আমাদের উদ্বেগের বিষয় মোস্তাফিজের ফিটনেস। তারা তার কাছ থেকে শতভাগ নিতে চায়। তার ফিটনেস নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। আমরা শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য মোস্তাফিজকে ফিরিয়ে আনছি না। তাকে এখানে আনার পর আমরা ওয়ার্কলোড নিয়ে পরিকল্পনা করবো। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে না যদি সে আইপিএলে থাকে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার