X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শাস্তি পেতেই হলো কোহলিকে

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ১৯:৪৩আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৯:৪৩

ফুল টস বলটা ছিল কোমরের ওপরে। তারপরও হার্ষিত রানার হাতে ক্যাচ দেওয়ার পর থার্ড আম্পায়ার নো বল না দিয়ে আউট দেন। বিরাট কোহলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তৃতীয় ওভারে তার ৭ বলে ১৮ রানের সম্ভাবনাময়ী ইনিংসের এমন অবসান ঘটতে দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওপেনার। অনফিল্ড আম্পায়ারের দিকে তেড়েফুঁড়ে যান, কিছু একটা বলতে দেখা যায়। মাঠ থেকে বেরিয়ে ড্রেসিংরুমে যাওয়ার বেলায় আবর্জনার পট গ্লাভসের আঘাতে ফেলে দেন। পুরোটা সময় তার চেহারায় ছিল ভীষণ ক্ষোভের ছাপ। নো বল কেন দেওয়া হলো না, এর চেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে- কত বড় শাস্তি পেতে যাচ্ছেন ভারতীয় ব্যাটার। ২৪ ঘণ্টার মধ্যে তার শাস্তির ঘোষণা এলো।

রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে আইপিএল আচরণবিধি ভাঙার দায়ে কোহলিকে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। বিবৃতিতে অবশ্য নির্দিষ্ট করে বলা হয়নি, কেন তাকে জরিমানা করা হলো। অবশ্য স্পষ্ট করে না বললেও বোঝা যায়, প্রতিক্রিয়া দেখিয়ে জরিমানা গুনতে হচ্ছে কোহলিকে। 

হার্ষিতের উঁচু ফুল টস বলে তার হাতেই ক্যাচ দেন বেঙ্গালুরুর ওপেনার। কিন্তু কোমর সমান উঁচুতে বল আসায় নো বলের দাবিতে তিনি রিভিউ নেওয়ার আগেই থার্ড আম্পায়ার যাচাই শুরু করে দেন। কিছুক্ষণ পর টিভি আম্পায়ার মাইকেল গফ বলের উচ্চতাকে বৈধ রায় দিয়ে আউটের সিদ্ধান্ত জানান। ক্ষোভে ফেটে পড়েন কোহলি, অনফিল্ড আম্পায়ারের দিকে তেড়েফুঁড়ে যান তিনি। নন স্ট্রাইকে থাকা ফাফ ডু প্লেসিও অসন্তুষ্ট ছিলেন।

কোমর সমান উঁচুতে বল থাকার পরও কেন নো বল না দিয়ে সেটাকে বৈধ ডেলিভারি দিলো, তা নিয়ে উঠেছিল প্রশ্ন।

কোহলির আউটের সময় নো বলের উচ্চতা নির্ধারণে ব্যবহার করা হয়েছে নতুন হক আই টেকনোলজি। এই প্রযুক্তি অনুযায়ী, কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল মাটি থেকে ০.৯২ মিটার উচ্চতায় তাকে অতিক্রম করতো। কিন্তু কোহলির কোমরের উচ্চতা ১.০৪ মিটার। তার মানে ডানহাতি ব্যাটার ব্যাটিং ক্রিজে থাকলে বল তার কোমরের নিচ দিয়ে যেতো, উপরে দিয়ে নয়। এজন্য এটিকে বৈধ ডেলিভারি হিসেবে গণ্য করা হয়েছে।

মানে ব্যাটার ক্রিজে থাকা অবস্থায় তার কোমরের চেয়ে বেশি উঁচু দিয়ে বল গেলেই কেবল নো বল ঘোষণা করা হবে, নয়তো সেটা বৈধ ডেলিভারি। বলের প্রজেক্ট ট্র্যাজেক্টরিতে দেখা গেছে কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে তার কোমরের চেয়ে ০.১২ মিটার নিচ দিয়ে বল যেতো।

/এফএইচএম/
সম্পর্কিত
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
আইপিএলের সময়ে হবে পিএসএল!
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
সর্বশেষ খবর
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন