X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৪, ২০:৪০আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২০:৪০

আগামী মাসের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজের আগে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করবে স্বাগতিকরা। যেহেতু প্রথম তিনটি ম্যাচ চট্টগ্রামে, এই কারণে ওখানেই ক্যাম্প পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তিন দিনের এই ক্যাম্পটি হবে ‘ক্লোজড ডোর’। কোনও সাংবাদিক এই অনুশীলন কাভার করার সুযোগ পাবেন না। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী শুক্রবার থেকে শুরু হবে এই ক্যাম্প। এর জন্য ১৭ জনের স্কোয়াড বেছে নিয়েছে জাতীয় নির্বাচক প্যানেল। জানা গেছে, ক্রিকেটারদের চাওয়াতেই ক্লোজড ডোরে অনুশীলনের ব্যবস্থা করেছে টিম ম্যানেজমেন্ট। তিন দিনের এই ক্যাম্প শেষে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করবেন নির্বাচকরা। 

চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন

যদিও এই ক্যাম্পের জন্য বসে নেই নির্বাচকরা। গত দুইদিন ধরে মিরপুরের ইনডোরে ক্রিকেটারদের অনুশীলন চলছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাববধানে। ইতোমধ্যে কোচিং স্টাফদের সবাই চলে  এসেছেন। বৃহস্পতিবার সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলেই ক্রিকেটাররা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন। 

আসন্ন প্রস্তুতি ক্যাম্পে দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন মোহাম্মাদ সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও আফিফ হোসেন। অন্যদিকে প্রথমবার সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। সর্বশেষ খেলা শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই পাঁচ জনের কেউই ছিলেন না। তবে জাতীয় দলে তারা কেউ নতুন নন। তানজিদ হাসান বাদে প্রত্যেকেরই এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেছে। 

প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা:

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?