X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ২০:৩৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২০:৩৮

রনি তালুকদারের অনবদ্য সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে সহজেই হারিয়েছে মোহামেডান। প্রথমে ৩১৭ রানের সংগ্রহ দাঁড় করায় ঐতিহ্যবাহিরী। বড় লক্ষ্যে খেলতে নেমে ব্যর্থ হয় প্রাইম ব্যাংকের টপ অর্ডার। তাতে ২৮৪ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। মোহামেডান জিতেছে ৩৩ রানে।

সুপার লিগে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেল মোহামেডান। সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদার।

দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের ক্যাচ আউট প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা মেনে নিতে পারেননি। যার দরুণ ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাত মেলাননি একে অপরের সঙ্গে। মুশফিকের আউটকে ঘিরে ম্যাচের সময়টাতে উত্তেজনা না হলেও ম্যাচ শেষে এর প্রভাব ছিল।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩১৭ রান করে মোহামেডান। জবাবে দলীয় ১৪ রানে ফেরেন তামিম। শাহদাত হোসেন দিপু-পারভেজ হোসেন ইমনের ৬০ রানের জুটিতে ধাক্কা সামাল দেয় তারা। ৩৮ রান করে আউট হন ইমন। এরপর দিপু ফেরেন ৫১ রানের ইনিংস খেলে। জাকের দারুণ খেললেও ৪১ রানের বেশি করতে পারেননি। মাঝে মুশফিকুর রহিম ১০ ও নাঈম ইসলাম ২ রানে ফিরলে বিপদ বাড়ে।

নাঈমকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে আবু হায়দার রনির দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন প্রাইম ব্যাংকের উইকেট কিপার ব্যাটার মুশফিক। যদিও ডাইভ দিতে গিয়ে বাউন্ডারি লাইনে পা লাগে রনির, তবু তাকে আউট ঘোষণা করেন আম্পায়ার! মুশফিক সাজঘরে ফিরলে সানজামুল ইসলাম-শেখ মেহেদী স্কোরবোর্ড এগিয়ে নিতে থাকেন। ৩৫ বলে ৪৯ রান করে ফেরেন সানজামুল। তখন ক্রিজে মেহেদী থাকলেও সঙ্গীর অভাবে বেশিদূর এগোতে পারেননি। ৪৫ বলে ৬৪ রান করেন এই অলরাউন্ডার।

মোহামেডানের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি, মুশফিক হাসান ও নাসুম আহমেদ।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। দলীয় ৩০ রানে হারায় দুই ব্যাটারকে। তবে তৃতীয় উইকেটে রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে ১৩৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। অঙ্কন ৭৭ বলে ৫০ রান করে আউট হলেও রনি পেয়েছেন সেঞ্চুরির দেখা। তার ক্যারিয়ার সেরা ১৪১ রানের দারুণ ইনিংসের ওপর ভর করে মোহামেডান ৩১৭ রান তোলে স্কোরবোর্ডে। তবে ছোটখাটো ঝড় তুলে স্কোরটাকে তিনশ পেরুতে বড় ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ। তিনি ২৯ বলে উপহার দেন ৫৩ রানের ইনিংস।

প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শেখ মেহেদী হাসান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ