X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ২১:১১আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২১:১১

শাইনপুকুরের দুই ওপেনার জিসান আলম ও তানজিদ হাসান তামিমের ব্যাট ছিল ঝড়। এই ঝড়ে মনে হচ্ছিল শাইনপুকুরের স্কোর অনায়াসেই তিনশ পেরিয়ে যাবে। যদিও শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২৬৪ রান তুলতে পেরেছে শাইনপুকুর। মাঝারি মানের এই লক্ষ্যে খেলতে নেমে শেখ জামাল ২২ বল আগেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শেখ জামাল শুরুতেই সৈকত আলীর (১১) উইকেট হারিয়েছে। দ্বিতীয় উইকেটে সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ফজলে মাহমুদ রাব্বি গড়েন ১১১ রানের জুটি। সাইফ ৭৫ বলে ৬৭ রান করে আউট হলেও রাব্বি পেয়েছেন সেঞ্চুরি। তার অপরাজিত ১০১ রানের ইনিংসের উপর দাঁড়িয়ে শেখ জামাল জয়ের বন্দরে পৌঁছে গেছে। তিন নম্বরে নেমে নুরুল হাসান সোহান ২৬ রানে আউট হলে চতুর্থ উইকেটে ইয়াসির আলীকে নিয়ে ৮৯ রানের জুটি গড়েন রাব্বি। ইয়াসির আলী ৪০ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হওয়া রাব্বি ১১৯ বলে ৬ চার ও ৬ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন।

শাইনপুকুরের বোলারদের মধ্যে নাহিদ রানা, হাসান মুরাদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় শুরু করেছিলেন শাইনপুকুরের দুই ওপেনার জিসান আলম ও তানজিদ হাসান তামিম। এই দুই তরুণ প্রথম পাওয়ার প্লেতে ১০০ রান তুলে ফেলেন। ইনিংসের ১২.৩ ওভারে তানজিদ তামিম যখন ২৯ বলে ২ ছক্কা আর ৪ বাউন্ডারিতে ৩৯ রানে মেহেদী হাসান সোহাগের বলে আউট হন, তখন শাইনপুকুরের রান ১২৩। তারপরই হঠাৎ ছন্দ পতন। সেঞ্চুরির সুবাস পেতে থাকা জিসান মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৬১ বলে ৮ চার ও ৮ ছক্কায় ৯৮ রান করে আউট হন এই ওপেনার।

তার আগে শেখ জামালের রিপন মণ্ডল, রবিউল ইসলাম রবি ও মেহেদী হাসান সোহাগদের বেধড়ক পিটিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়েছিলেন জিসান ও তামিম।

জিসানের আউটের পর রানের গতি কমে যায় শাইনপুকুরের। ৮৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলকে আড়াইশ পার করতে বড় ভূমিকা রাখেন শাইনপুকুরের অধিনায়ক আকবর আলী। সবমিলিয়ে ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে শাইনপুকুর ২৬৪ রানের সংগ্রহ দাঁড় করায়।

শেখ জামালের তাইবুর রহমান ৩৮ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদী হাসান সোহাগ, রবিউল ইসলাম রবি ও জিয়াউর রহমান প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ