X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, ০১:০০আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৯

দারুণ লড়াইয়ের পরেও সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে হার দেখেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে ৪ রানে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে গেছে তারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্য স্বাগতিক দল ছুঁতে পারেনি। ৮ উইকেটে তুলতে পেরেছে ১৭৪ রান। এখন ২৭ এপ্রিল শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। 

পাকিস্তান জয়ের লক্ষ্যে শুরুতেই চাপে পড়ে যায়। দ্বিতীয় ওভারে ফিরে যান অধিনায়ক বাবর আজম (৫)। তার পর তরুণ ব্যাটার সায়েম আইয়ুব (২০) ও উসমান খান (১৬) আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করলেও দ্রুত সময়ে বিদায় নেন তারা। মাঝে ফখর জামানের সঙ্গী হন শাদাব খান। কিন্ত লেগ স্পিনিং অলরাউন্ডার আগের ম্যাচের নৈপুণ্যের পুনরাবৃত্তি করতে পারেননি। ফিরেছেন ৭ রানে। ফখর জামান একপ্রান্ত আগলে ঝড়ো ব্যাটিংয়ে অবদান রেখেছেন। তার সঙ্গে জুটি গড়েন ইফতিখার আহমেদও। ৬১ রান যোগ করেন তারা। রান তাড়ার মুহূর্তে দুজনে আশার সঞ্চার করলেও গুরুত্বপূর্ণ সময়ে এই জুটিতে আঘাত করে স্বাগতিকদের আরও বিপদে ফেলেন উইলিয়াম ও’রুর্ক। সফরকারীরা তাদের ওপর চাপটা আরও বাড়িয়ে তোলে সেট ব্যাটার ফখর জামানকে সাজঘরে পাঠিয়ে। ফেরার আগে ৪৫ বলে ৬১ রান করেছেন ফখর। তার পরেও ক্যামিও ইনিংসে শেষটা জমিয়ে তোলার চেষ্টা করেছেন ইমাদ ওয়াসিম। তার ঝড়ো ব্যাটিংয়ে শেষ বল পর্যন্ত টিকে ছিল আশা। এক বলে প্রয়োজন ছিল ৬ রান। কিন্তু এক রানই নিতে পারেন ওয়াসিম। তিনি ১১ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।     

ব্ল্যাক ক্যাপসদের হয়ে সেরা বোলার ছিলেন ও’রুর্ক। ২৭ রানে তিনটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। বেন সিয়ার্স সম-সংখ্যক রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। 

শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। সফরকারীদের হয়ে ঝড়ো সূচনা এনে দিয়েছিলেন টিম রবিনসন ও টম ব্লান্ডেল। ওপেনিং জুটিতে ৫৬ রান যোগ করেছেন তারা। ব্লান্ডেলকে ফিরিয়ে পাওয়ার প্লেতেই এই জুটি ভাঙেন জামান খান। কিউই ব্যাটার ফেরার আগে ১৫ বলে ২৮ রান করেছেন। তার পরেও অপরপ্রান্ত থেকে আক্রমণ অব্যাহত রাখেন রবিনসন। আব্বাস আফ্রিদির বলে ফেরার আগে ক্যারিয়ারের প্রথম ফিফটিও তুলে নিয়েছেন তিনি। ৩৬ বলে উপহার দেন ৫১ রানের ইনিংস।

মাঝের ওভারগুলোতে অবশ্য পাকিস্তান নিয়ন্ত্রণ নিতে পারে। তুলে নেয় মার্ক চ্যাপম্যান (৯) ও ফক্সক্রফটের (৩৪) উইকেট। শেষ দিকে অধিনায়ক ব্রেসওয়েল স্ট্রাইক রেট বাড়ানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামলেও পাকিস্তানি বোলিংয়ে সফল হতে পারেননি। ২০ বলে ২৭ রান করা এই ব্যাটারকে বিদায় দেন আব্বাস। তার পরের ডেলিভারিতে তুলে নেন জশ ক্লার্কসনের উইকেটও। মোহাম্মদ আমির শেষ বলে ইশ সোধির উইকেট নিলে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৮ রানে থেমেছে সফরকারী নিউজিল্যান্ড। আব্বাস আফ্রিদি ছিলেন সেরা বোলার। ২০ রানে তিনটি উইকেট নিয়েছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের