X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২১:২১আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২১:২১

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রবিবার দুবাই হয়ে বিকাল ৫টায় অতিথিরা ঢাকায় পৌঁছায়। তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে বিমানবন্দর থেকেই সন্ধ্যায় স্থানীয় একটি ফ্লাইটে চট্টগ্রামে উড়াল দিয়েছেন তারা।

দুই দলের সিরিজ শুরু হবে আগামী ৩ মে। তার আগে চট্টগ্রামে কয়েকদিন অনুশীলন করার সুযোগ পাবে জিম্বাবুয়ে। আজকে চট্টগ্রামে পৌঁছালেও ভ্রমণক্লান্তি দূর করতে সোমবার বিশ্রাম নেবে তারা। এরপর টানা তিনদিন অনুশীলন করে আগামী ৩ মে প্রথম ম্যাচে মাঠে নামবে। 

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এই আসরের আগে ঘরের মাঠে শেষবারের মতো কোনও সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।  

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মধ্যে বাংলাদেশ ১৩টি ও জিম্বাবুয়ে সাতটিতে জিতেছে। সর্বশেষ ২০২২ সালে ৩০ অক্টোবর ব্রিসবেনে বিশ্বকাপ ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারায় বাংলাদেশ।

চট্টগ্রামে আগামী ৫ ও ৭ মে হবে সিরিজের পরের দুটি ম্যাচ। এরপর ১০ ও ১২ মে ঢাকায় শেষ দুই ম্যাচ। এই সিরিজ সামনে রেখে রবিবার সন্ধ্যায় প্রথম তিন ম্যাচের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোস্তাফিজুর রহমানকে রাখা হয়নি প্রথম তিন ম্যাচে। অন্যদিকে সাকিব আল হাসানও চট্টগ্রামে খেলবেন না। ঢাকায় শেষ দুটি ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। 

জিম্বাবুয়ে শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে। এই সিরিজ খেলার জন্য আইপিএলের মঞ্চ ছেড়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। এছাড়াও আছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো ক্রিকেটার। ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। নতুন মুখ অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেল। 

জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্র্যানান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদানদে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এনডলভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি আবদুল হাফিজ মল্লিককে ইসিতে তলব
এমপি আবদুল হাফিজ মল্লিককে ইসিতে তলব
খারকিভের কাছে রুশ সেনাবাহিনীর ‘তাৎপর্যপূর্ণ’ অগ্রগতি
খারকিভের কাছে রুশ সেনাবাহিনীর ‘তাৎপর্যপূর্ণ’ অগ্রগতি
গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ নিহত
গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ নিহত
‘হায়দার আকবর খান রনোর নাম ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে’
গার্ড অব অনার প্রদান‘হায়দার আকবর খান রনোর নাম ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে’
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা