X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৪, ১৭:২৮আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৭:২৮

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রেলিগেশন পর্ব শেষ হয়েছে আজ সোমবার। রেলিগেশন লিগের মধ্য দিয়ে দুটি দলের অবনমন নিশ্চিত হলো। প্রথম বিভাগে আগেই নেমে গেছে সিটি ক্লাব। এবার রূপগঞ্জ টাইগার্সের কাছে হেরে দ্বিতীয় দল হিসেবে অবনমন নিশ্চিত হয়েছে গাজী টায়ার্সের।

রেলিগেশন লিগের শেষ ম্যাচে গাজী টায়ার্সের দেওয়া ২০৭ রানের লক্ষ্য ১৫.৫ ওভার বাকি থাকতেই ৭ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। এদিকে রেলিগেশন লিগের দুই ম্যাচ জিতে প্রিমিয়ার ডিভিশনে টিকে রইলো রূপগঞ্জ। 

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী টায়ার্স। রূপগঞ্জের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে গাজী টায়ার্স। দলটির হয়ে সর্বোচ্চ ৫২ রান আসে অধিনায়ক তাজিবুল ইসলামের ব্যাট থেকে। ৪৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেট কিপার ব্যাটার। এছাড়া শামীম মিয়ার ব্যাট থেকে আসে ৩২ রানের ইনিংস।

রূপগঞ্জের বোলারদের মধ্যে মহিউদ্দিন তারেক, আরিফুল জনি, আবু হাসিম, সোহাগ গাজী ও আব্দুল্লাহ আল গালিব একটি করে উইকেট নিয়েছেন।

২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জ দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও জসিম উদ্দিনের ১৫৫ রানের জুটিতে জয়ের পথটা পেয়ে যায়। জসিম ৭৫ বলে ৭৭ রান করে আউট হন। স্কোরবোর্ডে আরও ১ রান যোগ হতেই রবিন সাজঘরে ফেরেন। ৭৭ বলে ৭৪ রান করেন রূপগঞ্জের এই ওপেনার। এরপর শামসুর রহমান শুভ ৭ রানে আউট হলেও বাকি পথটা অনায়াসেই পাড়ি দেন সালমান হোসেন ইমন ও আব্দুল্লাহ আল মামুন। ইমন ২৩ ও মামুন ২০ রানে অপরাজিত থাকেন।

গাজীর শামীম মিয়া দুটি এবং আকাশ একটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উদ্ভাবনে কৃষকরা উপকৃত হবেন, ফসলের উৎপাদন বাড়বে: কৃষিমন্ত্রী
উদ্ভাবনে কৃষকরা উপকৃত হবেন, ফসলের উৎপাদন বাড়বে: কৃষিমন্ত্রী
‘জিম্মিকালে মৃত্যুর দুয়ারে বসে ৩৩ দিনরাত কাটাতে হয়েছে’
ঘরে ফেরা এমভি আব্দুল্লাহর নাবিক‘জিম্মিকালে মৃত্যুর দুয়ারে বসে ৩৩ দিনরাত কাটাতে হয়েছে’
মোটর‍যানের গতিসীমা নির্দেশিকা সড়কে দুর্ঘটনা কমাবে
মোটর‍যানের গতিসীমা নির্দেশিকা সড়কে দুর্ঘটনা কমাবে
কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার ওপর জোর প্রধানমন্ত্রীর
কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার ওপর জোর প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল