X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৪, ২০:০৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২০:১৪

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছিল সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসির। ওই ম্যাচে আম্পায়ার হিসেবে তার অন্তর্ভুক্তি ভালোভাবে নেয়নি দুই দলের কর্মকর্তারা। যদিও বিভিন্ন মাধ্যমে খবর চাউর হয়, জেসি নারী বলেই ক্রিকেটাররা তার তত্ত্বাবধানে খেলতে চাননি। যদিও  দুই ক্লাবের কর্মকর্তাসহ আম্পয়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিশ্চিত করেছেন, এমন আপত্তি ক্রিকেটারদের কাছ থেকে আসেনি। কর্মকর্তারা মাঠে জেসিকে দেখে বিরক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন মিঠু।

গত কয়েক দিন ধরেই জেসির আম্পায়ারিং নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এবার তাতে ঘি ঢেলে দিলেন সাবেক অধিনায়ক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। তার মতে জেসির অভিজ্ঞতা প্রিমিয়ার লিগের মতো বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘বড় খেলায়, আমি সবসময় মনে করি, আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত, যার অভিজ্ঞতা আছে। মাঠের চাপটা কিন্তু অনেক বড়। যদিও আজকালকের ক্রিকেটে আবাহনী-মোহামেডানের ম্যাচে আগের সেই চাপ নেই। তারপরও বড় দল খেলছে, জাতীয় দলের ক্রিকেটাররা খেলছে। আপনাকে এমন একজন আম্পায়ার দিতে হবে যার প্রতি খেলোয়াড়দের শ্রদ্ধাটা থাকে।’

জেসিকে ভালো আম্পায়ার হিসেবেই দেখছেন সুজন, কিন্তু..., ‘যে আম্পায়ারিং করেছে, সে খুব ভালো আম্পায়ার। বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খুব ভালো করবে। সে জাতীয় দলের সাবেক খেলোয়াড়। সবমিলিয়ে ক্রিকেটে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আম্পায়ার হিসেবে তার অভিজ্ঞতাটা আমার মনে হয় না প্রিমিয়ার লিগের মতো এত বড় ম্যাচে করার পর্যায়ে আছে।’
 
সুজনের প্রশ্ন দেশে এত এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে জেসিকে কেন মোহামেডান-প্রাইম ব্যাংকের মতো বড় ম্যাচগুলোতে দিতে হবে? তিনি বলেন, ‘যদি আমার মত দেই, আমার মতে প্রিমিয়ার লিগের এত বড় একটা চাপের ম্যাচে আরেকটু বিচক্ষণ হতে হবে যে আম্পায়ারিং কারা করছে। আমাদের দেশে এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে কেন জেসিকে ওই ম্যাচে আম্পায়ারিংয়ে পাঠানোর প্রয়োজন হলো আমি জানি না।'

সুজন জেসিকে অনভিজ্ঞ হিসেবে দেখলেও আম্পয়ার্স কমিটির চেয়ারম্যান তার অভিজ্ঞতার ঘাটতি দেখেন না, ‘ম্যাচে কেন একটা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি! জেসি কিন্তু অনভিজ্ঞ আম্পায়ার না। জেসি প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণিতে দায়িত্ব পালন করে, সর্বশষে ইমার্জিং এশিয়া কাপ, তারপর ভারতে সিনিয়র প্লেয়ারদের যে টুর্নামেন্ট সেসবও করে। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ করেই কিন্তু আমরা তাকে দায়িত্ব দিয়েছি।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, মির্জা ফখরুলকে নানক
ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, মির্জা ফখরুলকে নানক
উখিয়া ও টেকনাফে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫
উখিয়া ও টেকনাফে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫
‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নের নির্দেশ পুলিশ কর্মকর্তাদের
‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নের নির্দেশ পুলিশ কর্মকর্তাদের
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার