X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১
বাংলাদেশ নারী ক্রিকেট দল

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৪, ২১:৩২আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২১:৩২

একের পর এক ম্যাচ যাচ্ছে, বাংলাদেশ নারী দলের টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার বৃত্তটা কেবল বড়ই হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং দুর্দশায় ম্যাচ জিততে পারেনি তারা। একই কারণে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা হলো হার দিয়ে। টপ অর্ডার ব্যাটাররা রান করতে পারছেন না। বিশেষ করে প্রথম পাওয়ার প্লেতেই বেশ কিছু উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ। অথচ আর কয়েক মাস বাদেই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ব্যাটারদের পারফরম্যান্স দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রবিবার ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম পাওয়ার প্লেতেই ছিটকে যায় বাংলাদেশ। এই সময় ৩০ রান তুলতে হারায় তিনটি উইকেট। ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। ধারাবাহিকভাবে দলের এমন পারফরম্যান্স হতাশ করছে নারী দলের হেড অব অপারেন্স হাবিবুল বাশার সুমনকে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘অবশ্যই, অনেক বেশি হতাশাজনক। আমাদের টপ অর্ডার নিয়মিত ব্যর্থ হচ্ছে। শেষ সিরিজেও টপ অর্ডার রান করতে পারেনি। এই সিরিজের প্রথম ম্যাচেও একই পরিণতি। মিরপুরের উইকেটে হয়তো ব্যাটারদের জন্য তেমন কিছু ছিল না। কিন্তু সিলেটের উইকেট তো খুব ভালো ছিল। এখানেও ব্যর্থ হয়েছে দল। এটা সত্যিই চিন্তার।’

সর্বশেষ চারটি টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতেই ম্যাচ থেকে ছিটকে যেতে দেখা গেছে বাংলাদেশ দলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে পাওয়ার প্লেতে বাংলাদেশ দল ২৮ রান তুলতে হারায় দুটি উইকেট। দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লেতে কিছুটা সফল হলেও পরিস্থিতি পাল্টায়নি। ওই ম্যাচে ১ উইকেট হারিয়ে ৪০ রান তোলা বাংলাদেশ অলআউট হয় ১০৩ রানে। পাওয়ার প্লে শেষ হলে পরের তিন ওভারে ৫ রান তুলতে তারা হারায় আরও তিনটি উইকেট। অজিদের বিপক্ষে শেষ ম্যাচটি নিগারের দল ২৬ রান তুলতে খোঁয়ালো তিন উইকেট। গত রবিবার ভারতের বিপক্ষেও প্রথম পাওয়ার প্লেতে তিনটি উইকেট নেই। 

হাবিবুল মনে করেন, ম্যাচ জিততে গেলে পাওয়ার প্লেতে ভালো করা জরুরি। বাংলাদেশের মেয়েরা সেটা করতে পারছে না বলেই ম্যাচ হারছে, ‘ম্যাচ জিততে হলে টপ অর্ডারের ব্যাটিং তো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম ছয় ওভারেই ভালো করা জরুরি। কিন্তু আমরা উইকেট হারাচ্ছি। যার কারণে শুরুতেই আমরা ম্যাচ থেকে ছিটকে পড়ছি। এখানে আমাদের উন্নতির কোনও বিকল্প নেই।’

সাবেক এই অধিনায়কের মতে, অন্য দলগুলো স্কিল অনুযায়ী অনেক এগিয়ে গেলেও বাংলাদেশ খুব বেশি আগায়নি, ‘এখন কিন্তু ক্রিকেট অনেক এগিয়েছে। অন্য দলগুলো অনেক উন্নতি করেছে। সেই জায়গাতে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের রেসে থাকতে হলে অবশ্যই ফিটনেস, স্কিলের উন্নতি করতেই হবে।’

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী দলের বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। সময় খুব বেশি নেই। অথচ নিগাররা শেষ সময়ে এসে খেই হারিয়েছেন। হাবিবুল অবশ্য আশাবাদী মেয়েরা দ্রুতই ঘুরে দাঁড়াবে, ‘আমি নিশ্চিত এই অবস্থা থাকবে না। বিশ্বকাপ শুরু হতে বেশ দেরি আছে। আগামী অক্টোবরে তো বিশ্বকাপ। আমাদের প্রিমিয়ার লিগ আছে। আশা করছি ওখানে আমরা কিছু ক্রিকেটারকে খুঁজে পাবো। আমরা এশিয়া কাপ খেলবো, আরও একটি সিরিজ খেলবো। আমি আশা করবো, যারা খেলছে তারা পারফরম্যান্স করবে, তাহলে তো আমাদের খুঁজতে হবে না। তবে আমি এতটুকু বলতে পারি এই দলটা বেশ ভালো, যে কোনও কারণেই হোক তারা ছন্দে নেই।’

টপ অর্ডার নিয়মিত ব্যর্থ হলেও এখানে খুব বেশি রদবদল করছে না টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে টপ অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি লম্বা সময় ধরেই আছেন ফর্মহীনতায়। তারপরও দিনের পর দিন তাকেই সুযোগ দেওয়া হচ্ছে। তবে কি যথেষ্ট বিকল্প নেই টিম ম্যানেজমেন্টের কাছে! হাবিবুল তা স্বীকার করলেন না, ‘এটা আসলে নির্বাচকরা ভালো বলতে পারবে। খুব বেশিদিন হয়নি আমি এখানে (নারী দলের হেড অব অপারেন্স) আছি। আমি নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, এই দলটাকে ওরা আরও কিছু ম্যাচে দেখতে চায়। আমি আসলে নির্বাচকদের কাজে হস্তক্ষেপ করতে চাচ্ছি না, তারা অনেক দিন ধরেই কাজটা করছে। আমি নিশ্চিত নই, বাইরে আসলে কতটুকু বিকল্প রয়েছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
তাপপ্রবাহ ছড়িয়েছে ৬৪ জেলাতেই, অব্যাহত থাকতে পারে দুদিন
তাপপ্রবাহ ছড়িয়েছে ৬৪ জেলাতেই, অব্যাহত থাকতে পারে দুদিন
ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু, রেললাইন অবরোধ
ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু, রেললাইন অবরোধ
ক্যাম্পকে ‘যুদ্ধক্ষেত্র’ ভেবে বড় হচ্ছে যে শিশুরা
ক্যাম্পকে ‘যুদ্ধক্ষেত্র’ ভেবে বড় হচ্ছে যে শিশুরা
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ