X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, ০০:১৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০০:২২

ইডেন গার্ডেনসে স্বাগতিক দর্শকদের মুখে এবার চওড়া হাসি। আইপিএলে আগের ম্যাচে বিশাল সংগ্রহের পরও পাঞ্জাব কিংসের কাছে বিস্ময়কর হারের যন্ত্রণা পেতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। এবার তারা জয়ে ফিরলো। আগের পাঁচ ম্যাচে চারটি জিতে দারুণ ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালসকে সহজেই হারালো দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। বরুণ চক্রবর্ত্তীর দারুণ স্পিনে রিশাভ পান্তের দলকে ১৫৩ রানে আটকে দিয়ে ফিল সল্টের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে জিতলো কলকাতা। 

টসে জিতে আগে ব্যাটিং নেয় দিল্লি। পিচ দেখে পান্ত বলেছিলেন, স্পিনাররা সুবিধা পাবে বেশি। সত্যিই তাই হলো, কিন্তু তাদের দুই স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব যথেষ্ট ভূমিকা রাখতে পারলেন না। ডিফেন্ড করার মতো যথেষ্ট রান যে স্কোরবোর্ডে তারা জমা করতে পারেনি। কলকাতার স্পিনার বরুণ দারুণ বোলিংয়ে তাদের আশাহত করেন। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

সপ্তম ওভারে ৬৮ রানে ৪ উইকেট হারায় দিল্লি। পান্তের ব্যাট হাতে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু ২৭ রানের বেশি করতে পারেননি তিনি। শেষ দিকে কুলদীপ ২৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলে দলীয় স্কোর দেড়শ পার করেন।

৯ উইকেট হারানো দিল্লিকে কম রানে আটকে দিতে বরুণের সঙ্গে ভৈরব অরোরা ও হার্ষিত রানা দুটি করে উইকেট নিয়ে অবদান রাখেন।

লক্ষ্যে নেমে সুনীল নারিনকে নিয়ে সল্ট পাওয়ার প্লেতে ৭৯ রান তুলে জয়ের অর্ধেক আনুষ্ঠানিকতা সেরে ফেলেন। তবে একশ ছুঁতেই আরও দুটি উইকেট হারানোয় ধীর হয়ে যায় তাদের রানের গতি। নারিনের পর অক্ষর প্যাটেলের পরের ওভারে শিকার হন সল্ট। ৩৩ বলে ৭ চার ও ৫ ছয়ে ৬৮ রান করেন তিনি। ইডেন গার্ডেন্সে এক আসরে সর্বোচ্চ ৩৪৪ রানের মালিক হন কেবল ৬ ইনিংস খেলে, পেছনে ফেলেন সৌরভ গাঙ্গুলির কীর্তিকে। ২০১০ সালে সৌরভের করা ৩৩১ রান এতদিন ছিল সর্বোচ্চ।

কলকাতা দ্রুত তিন উইকেট হারানোয় শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার সতর্ক থেকে আগাতে থাকেন। তাতে জয় কিছুটা বিলম্বিত হয়। শেষ পর্যন্ত তাদের ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭তম ওভারের তৃতীয় বলে জিতে যায় কলকাতা। ৩ উইকেটে ১৫৭ রান করে স্বাগতিকরা। শ্রেয়াস ৩৩ ও ভেঙ্কটেশ ২৬ রানে অপরাজিত ছিলেন।

এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলো কলকাতা। দুই ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্টে দিল্লি ছয় নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
প্লে-অফে বেঙ্গালুরু, চেন্নাইয়ের সম্ভাবনা কতটুকু?
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
সর্বশেষ খবর
এতিমখানার অনুদানের টাকা দিতেও ঘুষ গ্রহণ: দুদকের অভিযান
এতিমখানার অনুদানের টাকা দিতেও ঘুষ গ্রহণ: দুদকের অভিযান
গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ এড়িয়ে যাচ্ছে ইসরায়েল: মিসর
গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ এড়িয়ে যাচ্ছে ইসরায়েল: মিসর
দেশে প্রতি চার প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
দেশে প্রতি চার প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
কোরবানির জন্য কী পরিমাণ প্রাণী প্রস্তুত, জানালেন মন্ত্রী
কোরবানির জন্য কী পরিমাণ প্রাণী প্রস্তুত, জানালেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার