X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় সিকান্দার রাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৪, ১৮:৪৩আপডেট : ০২ মে ২০২৪, ১৮:৪৩

সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে রাখার ঘটনা নতুন নয়। এর আগে বিভিন্ন টুর্নামেন্টে অনেক ক্রীড়াবিদ এই কাজ করেছেন। এই তালিকায় এবার যুক্ত হলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন শুরুর আগে রাজা তার সামনে থাকা কোকাকোলার বোতল সরিয়ে রাখার চেষ্টা করেন।

সংবাদ সম্মেলন কক্ষে নিজের জন্য নির্ধারিত আসনে বসতে গিয়ে রাজার চোখ পড়ে কোকাকোলার বোতল দুটোর দিকে। কোমল পানীয়টি সঙ্গে সঙ্গে হাত দিয়ে সরিয়ে দেন তিনি। কোকাকোলার সঙ্গে পুষ্টির মিনারেল ওয়াটারের বোতলও ছিল। সেটি সরাননি। পরবর্তীতে দায়িত্বরতরা কোকাকোলার বোতলটি ক্যামেরা ফ্রেমের বাইরে সরিয়ে রাখেন। এরপর নিজের সংবাদ সম্মেলনের শুরু করেন জিম্বাবুয়ের অধিনায়ক।

কোকাকোলার বোতল সরানোর ওই মুহূর্ত ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তাকে বাহবা দিচ্ছেন।

গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। সেই ধারাবাহিকতায় বর্জনের অংশ হিসেবেই হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা। তিনি অবশ্য এ বিষয়ে সংবাদ সম্মেলনে কোনও কথা বলেননি। কোকাকোলা গত মার্চ থেকে বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল বেভারেজ পার্টনার। সে জন্য সংবাদ সম্মেলনে রাখা হয় কোকাকোলা।

এর আগে ক্রিস্তিয়ানো রোনালদো কোকাকোলার বোতল সরিয়ে আলোচনা এসেছিলেন। সিআরসেভেনর এই কাণ্ডে হু-হু করে নেমে গিয়েছিল পণ্যটির শেয়ারের দাম। এছাড়া ২০২০ সালের ইউরোতে ইতালির মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লিও একই কাজ করেছিলেন। রোনালদোর-লোকাতেল্লির মতো বিশ্ব তারকা না হলেও একই কাজ করে এবার রাজাও আলোচনায়।

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন জিম্বাবুয়ের অধিনায়ক। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ২০ দলের এই বিশ্বকাপে জিম্বাবুয়ের স্থান হয়নি। এটা অধিনায়ক রাজাকে ভীষণ কষ্ট দেয়। তারপরও ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য কিছু করার প্রেরণা নিয়ে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে ঝাঁপিয়ে পড়তে চান তিনি। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি জানি ওরা শ্রীলঙ্কার কাছে হেরেছে। কিন্তু সিরিজটা ছিল ২-১ ব্যবধানের। দুইশর মতো রান তাড়া করছিল সম্ভবত একটা ম্যাচে… সে ম্যাচে আপনি গভীরতা দেখতে পাবেন। রিয়াদ ভাই ভালো করেছে, জাকির একটা ভালো ইনিংস খেলেছে। লেগ স্পিনার (রিশাদ) দারুণ খেলেছে। আমরাও শ্রীলঙ্কায় গিয়ে সিরিজটা জিততে জিততে হেরেছি। আমি শুধু আশা করছি সিরিজটি যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সমর্থকেরা বিরক্তিকর সিরিজ উপভোগ করবে না। যদি ইতিহাস দেখেন, এ দুই দলের সিরিজ সব সময় উপভোগ্য হয়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
যেখানে শান্তর তৃপ্তি
তাসকিনের স্ক্যান রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত
আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়: শান্ত
সর্বশেষ খবর
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা