X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৪, ১১:৫৯আপডেট : ০৫ মে ২০২৪, ১১:৫৯

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ প্রত্যাশিত জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রবিবার সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে স্বাগতিক দল মাঠে নামবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে বাংলাদেশের কম্বিনেশন সাজানোর মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু ক্রিকেটারের এসিড টেস্টও হচ্ছে এই সিরিজ। বিশেষ করে দেড় বছর পর জাতীয় দলে ফেরা সাইফউদ্দিনকে পাখির চোখে পরখ করা হচ্ছে। প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন পেস বোলিং অলরাউন্ডার। পরের ম্যাচে তিনি কেমন করেন সেটাও দেখবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিমও নিজের অভিষেক ম্যাচটি রাঙিয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে অভিষেকে হাফসেঞ্চুরি করেছেন তিনি। রবিবার তার ব্যাটের দিকেও টিম ম্যানেজমেন্টের নজর থাকবে। বিপরীতে বিশ্বকাপের আগে লিটনের অফফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও সাদা বলের ক্রিকেটে রানে ছিলেন না তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়েও রান পাননি! জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই ডানহাতি ব্যাটার ব্যর্থ হয়েছেন। আউট হয়েছেন মাত্র ১ রানে। ফর্মে ফেরার জন্য জিম্বাবুয়ে সিরিজটি লিটনের জন্য দারুণ একটি সুযোগ। 

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন, লিটন নিজেকে ফিরে পেতে অনেক পরিশ্রম করছেন, ‘সে হয়তো রান পাচ্ছে না। কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। প্লেয়াররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে; কখনও তারা রান করবে কখনও আবার করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে, প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়া জিম্বাবুয়ে রবিবার ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে মাঠে নামবে। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও সাইফউদ্দিনের বোলিং তোপে লন্ডভন্ড হয়ে যায় তাদের টপ অর্ডার। একই ভুল নিশ্চিত ভাবেই সফরকারীরা দ্বিতীয় ম্যাচ করতে চাইবে না। তারপরও বর্তমান জিম্বাবুয়ে দলটির বিপক্ষে বড় ব্যবধানে জেতাটাই শান্তদের জন্য স্বাভাবিক। কেননা কাগজে কলমে বর্তমান জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। পরিসংখ্যানেও এগিয়ে তারা। সংক্ষিপ্ত ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার ২১ ম্যাচে ওটা ছিল বাংলাদেশের ১৪তম জয়। বাকি সাত ম্যাচে পূর্ব আফ্রিকার দেশটির কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ।   

তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের আগে খেলাকে মোটেও আদর্শ মনে করছেন না সাকিব আল হাসান। শনিবার সন্ধ্যায় রুবেল হোসেনের শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘অবশ্যই জিম্বাবুয়ের সঙ্গে খেলা আদর্শ না। আপনি যখন একটা শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন, যেমন নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলে (২০২২) বিশ্বকাপে খেলতে এসেছিলাম, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পেরেছিলাম। সেদিক থেকে মনে হয় এটা অবশ্যই আদর্শ না, মনে হয় এটাই আমাদের সেরা সম্ভাব্য অবস্থান ছিল প্রস্তুতি নেওয়ার জন্য।’ 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
সর্বশেষ খবর
তাপমাত্রা কমেছে ঢাকায়, সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকতে পারে
তাপমাত্রা কমেছে ঢাকায়, সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকতে পারে
সোমবার রাঙামাটিতে আধাবেলা অবরোধ
সোমবার রাঙামাটিতে আধাবেলা অবরোধ
ইতিহাস গড়ে বুন্দেসলিগা শেষ করলো ‘ইনভিন্সিবল’ লেভারকুসেন
ইতিহাস গড়ে বুন্দেসলিগা শেষ করলো ‘ইনভিন্সিবল’ লেভারকুসেন
জলবায়ু পরিবর্তন: ভয়াবহ দুর্যোগ আসছে বাংলাদেশে
জলবায়ু পরিবর্তন: ভয়াবহ দুর্যোগ আসছে বাংলাদেশে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি