X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নারী বিশ্বকাপে বাংলাদেশের দর্শকদের কাছে আইসিসির প্রত্যাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৪, ২০:২৫আপডেট : ০৫ মে ২০২৪, ২০:২৫

আগামী অক্টোবরে বাংলাদেশে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। রবিবার ট্রফি উন্মোচন ও সূচি ঘোষণার মধ্য দিয়ে বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে। ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে কতটা উত্তেজনা বিরাজ করে, তা সবারই জানা। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস মনে করেন, নারী বিশ্বকাপ হলেও দর্শকের উপচে পড়া ভিড় থাকবে গ্যালারিতে। 

পুরুষদের ক্রিকেটে অনেক সময় গ্যালারি খা খা করে। সেখানে নারীদের ক্রিকেটে অবস্থা আরও ভয়াবহ। এবারের নারী বিশ্বকাপে পরিস্থিতি পাল্টাবে বলে আশা করছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। রবিবার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় অক্টোবরে টুর্নামেন্টের সময় মাঠ ভর্তি করার এটা একটা দারুণ সুযোগ। এখানে যে অধিনায়করা আছে, তারা বিভিন্ন দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। কিছু বড় ম্যাচে ও ফাইনালে আমাদের অভূতপূর্ব দর্শক সাড়া ছিল। একটা জিনিস আমরা এবার দেখতে চাই, পুরো ২৩ ম্যাচ ধরেই দর্শক থাকবে।’

অ্যালারডাইসের বিশ্বাস, ‘আমার মনে হয় বাংলাদেশ ও এখানে ক্রিকেটের প্রতি যে আবেগ ভালোবাসা, ওরকম কিছু করার সুযোগ আছে। আমাদের দর্শক উপস্থিতি বাড়াতে হবে। শেষ ছয় বা সাত বছরে আমরা দারুণভাবে এগিয়ে গেছি। আমার মনে হয় অক্টোবরের এই বিশ্বকাপ মেয়েদের বড় ইভেন্টে দর্শক পূর্ণ করার পরের পদক্ষেপ হতে পারে।’

ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ছেলেদের বিশ্বকাপ হচ্ছে ২০ দলের। যদিও মেয়েদের বিশ্বকাপ দল ১০ দল নিয়ে। পরের আসর থেকে সংখ্যাটা ১২ দলে বাড়বে। ভবিষ্যতে সংখ্যা আরও বাড়ানো যায় কিনা সেটি নিয়ে আইসিসি কাজ করছে বলে জানালেন অ্যালারডাইস, ‘আমি জানি অক্টোবরে এখানে যে টুর্নামেন্টটা হচ্ছে সেটা ১০ দলের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর কিন্তু ১২ দলের হবে, এমনকি এমন আলোচনাও আছে সেটা আরও বাড়ানো যায় কি না। আইসিসি উইমেন্স চ্যাম্পিনশিপও এখন দশ দলের হয়ে গেছে। এখন বাংলাদেশ ও আয়ারল্যান্ডকে নেওয়া হয়েছে প্রথমবারের মতো, যেন তারা আরও বেশি নিজেদের মেলে ধরতে পারে। একই সঙ্গে দুনিয়ার সেরা ক্রিকেটারদের সঙ্গে নিজেদের একই আঙিনায় দেখে স্বাচ্ছন্দ্যবোধ করে।’
 
ম্যাচ ফির দিক থেকে নারী ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে বৈষম্য অনেক। ম্যাচ ফি সাধারণত বোর্ডগুলো দিয়ে থাকে। তবে আইসিসি টুর্নামেন্টে ক্রিকেটাররা আলাদা প্রাইজমানিও পেয়ে থাকেন। সেই প্রাইজমানিতে সমতা এনেছে আইসিসি। কয়েক মাস আগে আইসিসি ঘোষণা করেছিল, ছেলেদের সমান প্রাইজমানি মেয়েদেরও দেওয়া হবে। বিষয়টি নিয়ে রবিবার আইসিসির এই কর্মকর্তা বলেছেন, ‘আমি প্রাইজমানির দিক থেকে উত্তর দিতে পারি। প্রতিদ্বন্দ্বিতা করা দেশগুলোর বোর্ড ঠিক করে তারা কেমন ম্যাচ ফি পাবে। কিন্তু আইসিসির প্রাইজমানির দিক থেকে, ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য সমান অর্থই দেওয়া হবে। আপনি যদি প্রথম হন, তাহলে একই টাকা পাবে। আপনি যদি কোনো ম্যাচ জেতেন, একই পরিমাণ টাকাই পাবেন। এখান থেকে ছেলে ও মেয়েদের ক্রিকেটে সমান প্রাইজমানিই থাকছে।’

প্রতিটি টেস্ট খেলুড়ে দলের নারী ক্রিকেট দল থাকলেও আফগানিস্তানের নেই। রাজনৈতিক কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নারী ক্রিকেট দল তৈরি করতে পারছে না বলেই আপাতত আইসিসি তাদেরকে সময় দিচ্ছে, ‘এই মুহূর্তে আমাদের সদস্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড নারী দল তৈরি করতে পারছে না। আর কিছু বদল না আসার পর্যন্ত এই পরিস্থিতিই থাকবে। এমন না যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগে নারী ক্রিকেট দল করেনি, তারা কেবল এই সময়ে এসে পারছে না।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?