X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

‘ট্রফিটা ছুঁয়েছি, আমি সার্থক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ মার্চ ২০২৪, ২০:৩৬আপডেট : ১০ মার্চ ২০২৪, ২০:৫৩

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। রেফারির শেষ বাঁশি বাজতেই আনন্দ-উৎসবে মাতোয়ারা হন সুরভী আকন্দ প্রীতি-অর্পিতা বিশ্বাসরা। তবে আগের দিনই ট্রফি নিয়ে ফটোসেশনে লাল-সবুজ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস স্থির করে রেখেছিলেন, ট্রফি নিয়েই দেশে ফিরবেন! তা সতীর্থদেরও জানিয়ে রেখেছিলেন তিনি।

রবিবার (১০ মার্চ) ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় ম্যাচ শেষে উচ্ছ্বাসভরা কণ্ঠে অধিনায়ক অর্পিতা শোনালেন এর পেছনের গল্প।

তার কথায়, ‘আমি খুব শিহরিত ছিলাম, যখন আমাদের সামনে ট্রফিটা আনা হয় (ফটোসেশনের জন্য)। যখন মোড়ক খোলা হয়, তখন প্রথম দেখেছিলাম। তখন থেকে ভেতরে এই অনুভূতি কাজ করছিল। ভারতের অধিনায়ককে যখন ট্রফি ধরতে বলা হলো, সে কিন্তু ধরেনি, আমি ধরেছিলাম।’

তখন থেকেই অর্পিতার মনে জেদ চাপে। এই ফুটবলার বলেন, ‘তখন থেকেই আমার মনে হয়েছে, আমি যেহেতু ট্রফিটা প্রথম স্পর্শ করেছি, আমরা এটা দেশে নিয়ে যাবো। সতীর্থদেরও বলেছি, ট্রফিটা আমি ছুঁয়েছি, এটা যেন ভারতের কেউ নিতে না পারে। আমি সার্থক।’

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সুরভী আকন্দ প্রীতি ও সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু

টুর্নামেন্ট সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশের ইয়ারজান বেগম। রানার্সআপ ভারতের অনুশকা কুমারী হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (৬)। ৫ গোল করা বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি পেয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।

তবে দলীয় অর্জনেই বেশি আনন্দিত প্রীতি প্রশংসায় ভাসালেন টাইব্রেকারে ভারতের তিনটি শট রুখে দেওয়া ইয়ারজানকে, ‘সর্বোচ্চ স্কোরার হতে না পারার জন্য আফসোস করছি না। কেননা, চ্যাম্পিয়ন হওয়ার দরকার ছিল, সেটা হয়েছি। আমাদের ইয়ারজান যে সেভ দিয়েছে… ওর প্রতি আমাদের আলাদা আত্মবিশ্বাস ছিল ভালো কিছু করবে, আমরা পেনাল্টিতে (টাইব্রেকারে) জিতবো। আমরা জিতেছি।’

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার এককভাবে সেরার মুকুট জিততে পারায় অন্যরকম ভালো লাগা কাজ করছে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটুর। তিনি বলেন, ‘এটার আনন্দ অন্যরকম। বিশেষ করে বিদেশের মাটিতে। অনূর্ধ্ব-১৬ দলটা তৈরি করার জন্য হাতে সময় ছিল কম, সেদিক থেকে ওরা যেটা করেছে, অসাধারণ। যেভাবে মেয়েরা পারফর্ম করেছে, আমি মনে করি, সব কৃতিত্ব তাদের দেওয়া উচিত।’

তবে পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি হাতে যেভাবে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ফটোসেশন করেছেন তা ছিল দৃষ্টিকটু। একটু দূরেই ছিলেন কোচ টিটু। কিন্তু সেখানে ট্রফি হাতে তার ছবি তোলা হয়নি!

/টিএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
বাংলাদেশের কিশোরদের সামনে ম্যানইউতে অনুশীলনের সুযোগ
সর্বশেষ খবর
এক মাদ্রাসার সবাই ফেল!
এক মাদ্রাসার সবাই ফেল!
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন
নারী কাউন্সিলরকে মারধরের ঘটনায় আরেক কাউন্সিলর বরখাস্ত
নারী কাউন্সিলরকে মারধরের ঘটনায় আরেক কাউন্সিলর বরখাস্ত
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা