X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় যুদ্ধ করতে যাবে পিএসজি!

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ১৪:২৭আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৪:২৭

আবারও ন্যু ক্যাম্পের ডাগআউটে দাঁড়াবেন লুইস এনরিকে। বার্সেলোনার মাঠের আবহ বেশ ভালোভাবে জানা আছে তার। তাই তো তার দৃঢ় বিশ্বাস, বার্সা প্যারিস থেকে জয় নিয়ে ফিরলেও পিএসজি পরের লেগে জিতে সেমিফাইনালে যেতে পারে।

ঘরের মাঠে দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজি ২-১ গোলে এগিয়ে থাকলেও হার মানে। ৩-২ গোলের জয়ে কিছুটা এগিয়ে থেকে আগামী ১৬ এপ্রিল ন্যু ক্যাম্পে তাদের স্বাগত জানাবে বার্সা। স্পেনের এই ম্যাচটি এনরিকের জন্য হতে যাচ্ছে যুদ্ধে নামার মতো ব্যাপার।

সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘এটা স্পষ্ট যে সব হারই কষ্টদায়ক এবং বিরক্তিকর। কিন্তু আমি বিশ্বাস করি খুব শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা ভালো খেলেছি।’

পরের লেগ নিয়ে সাবেক বার্সা কোচের পরিকল্পনা, ‘যে ব্যাপারগুলো কাজ করেনি, আমরা কেবল সেগুলো পাল্টাতে যাচ্ছি। আমাদের মানতে হবে যে এই ধরনের ম্যাচের মাত্রা কতটা তীব্র। আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে বার্সেলোনায় যাচ্ছি। এটা ভাবা ইতিবাচক ব্যাপার যে আমরা সেখানে জিততে পারি। আমাদের জন্য এই ম্যাচ হচ্ছে ফাইনাল। আমার দলের ওপর বিশ্বাস আছে।’

প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পেকে বার্সার ডিফেন্স নিষ্ক্রিয় করে রেখেছিল। কোনও প্রভাব খাটাতে পারেননি পিএসজি তারকা। তার পারফরম্যান্স নিয়ে কোনও মন্তব্য করেননি এনরিকে।

২০১৫ সালে বার্সেলোনায় ট্রেবল জেতা স্প্যঅনিশ কোচ বললেন, তার দল জয়ের দাবিদার ছিল। বার্সা কোনোভাবেই ফেভারিট ছিল না। তাছাড়া জিতলেও এবং পরের ম্যাচে হোম ভেন্যুর সুবিধা পেলেও বার্সাকে এগিয়ে রাখছেন না তিনি।

যুদ্ধের ডাক দিয়ে এনরিকে বলেছেন, ‘আমরা বার্সেলোনায় যাচ্ছি একটি যুদ্ধে লড়াই করতে। আমি কখনও প্রতিপক্ষকে ফেভারিট মানি না, সেটা যেই হোক। শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় আমি এভাবেই ব্যাপারটা দেখি। আমি বিশ্বাস করে যাবো, আমরা বার্সেলোনায় গিয়ে ম্যাচ জিততে পারি। আবারও বলছি, আমরা এই ম্যাচ জিততে পারি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার