X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৭:৩১আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৮:১৭

বাংলাদেশের ফুটবলে রবিনিয়ো কেন সেরা আজ আবারও প্রমান হলো। ফেডারেশন কাপে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। দুটো গোল এসেছে সোহেল রানা ও এমফন উদোহর কাছ থেকে। তবে নেপথ্যে বড় ভূমিকা রবিনিয়োর।  ব্রাজিলিয়ান তারকার দারুণ বানিয়ে দেওয়া বলে কিংসের শেষ চার নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ঈদের ছুটি শেষে দুই দল মাঠে নেমেছিল। শক্তির দিক দিয়ে এগিয়ে থেকে মাঠেও তা দেখানোর চেষ্টা করেছে কিংস।
প্রচণ্ড গরমে ম্যাচ ঘড়ির ২৪ মিনিটে লিডও নেয় অস্কার ব্রুজনের দল। কিংস এগিয়ে যায় সোহেলের চমৎকার এক গোলে। রবিনিয়োর দিকে ছিল রহমতগঞ্জ ডিফেন্ডারদের মনোযোগ। সেই বলয় থেকে বেরিয় বক্সে ঢুকে বুদ্ধিদ্বীপ্ত পাসে অন্য প্রান্তে সোহেলকে বল বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বক্সের প্রান্ত থেকে মিডফিল্ডার বাঁ পায়ের দৃষ্টিনন্দন জোরালো শটে  নিঁখুতভাবে নিশানাভেদ করেছেন। গোলকিপার মামুন আলিফ ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

একটু পর এমফন উদোহর শট আলিফ প্রতিহত করে ব্যবধান বাড়তে দেননি। বিরতির আগে রহমতগঞ্জ চেষ্টা করেছে সমতায় ফেরার। কিন্তু ৪২ মিনিটে ঘানার স্যামুয়েল মেনসা কনে ডিফেন্ডার তপু বর্মণকে ছাড়িয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা সরাসরি গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের গ্রিপে জমা পড়ে হতাশ করে টিম ম্যানেজমেন্টকে।

এক গোলে এগিয়ে থেকে সন্তুষ্ট থাকতে পারেনি কিংস। বিরতির পর ব্যবধান বাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে।

৬২ মিনিটে সফলও হয়। কিংস ব্যবধান দ্বিগুণ করে। রবিনিয়োর দারুণ এক থ্রু পাস থেকে বক্সে ঢুকে এমফন আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে আলতো টোকায় জালে জড়িয়ে দেন বল। দারুণ ফিনিশিং করে সতীর্থের সঙ্গে আনন্দ উদযাপন করতে দেখা গেছে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে।

যোগ করা সময়ের শেষ মিনিটে রহমতগঞ্জ গোল পেতে পারতো। স্যামুয়েল কনে বক্সের ভেতরে বল পেয়ে সরাসরি গোলকিপার শ্রাবণের শরীরে মেরে সুযোগ নষ্ট করে সতীর্থদের চূড়ান্ত হতাশ করেন।

রেফারির শেষ বাঁশি বাজার পর কনের সঙ্গে বিশ্বনাথের হালকা বাদানুবাদ হয়। তবে ইয়াসিন আরাফাতের হস্তক্ষেপে তা বেশিদূর এগোয়নি। কিংস সেমিতে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার