X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
এল ক্লাসিকো

বার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ২০:৫১আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২০:৫১

চলতি ফুটবল মৌসুম শেষ পর্যায়ে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বহুল প্রতীক্ষিত লড়াই রবিবার। মাদ্রিদ ক্লাব দ্বৈত মুকুটের জন্য লড়ছে, কাতালানদের সামনে আশার প্রদীপ হয়ে জ্বলছে কেবল লা লিগা ট্রফি। সেটাও নিভে যেতে পারে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে। পিএসজির কাছে বিস্ময়কর হারে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের যন্ত্রণা ভুলে দলকে উজ্জীবিত করে যাচ্ছেন জাভি হার্নান্দেজ।

বার্সেলোনা কোচ বললেন, কেবল এল ক্লাসিকোতে তাদের জয়ই পারে রিয়ালের শিরোপার দৌড়ে লাগাম টেনে ধরতে। মাদ্রিদ ক্লাব ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর বার্সা ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। রিয়াল জিতে গেলে ৬ ম্যাচ হাতে রেখে ১১ পয়েন্টে এগিয়ে যাবে। সেক্ষেত্রে কাতালানদের ট্রফির আশা বলতে গেলে শেষ হয়ে যাবে।

শনিবারের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘রবিবার আমরা লিগ শিরোপার জন্য খেলতে যাচ্ছি। আমাদেরকে জিততে হবে। আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করে সামনে আগাতে হবে। চলুন ওই দিনের (চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের) হতাশা ও দুঃখ, যা আসলে হজম করা কঠিন, সেটাকে আমাদের অনুকূলে নিয়ে আসি। আমাদের সামনে মানসিকভাবে শক্তিশালী রিয়াল মাদ্রিদ।’

এই ম্যাচকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন বার্সা কোচ, ‘রবিবার লা লিগা শিরোপার দৌড়ে আমাদের ফিরে আসার সুযোগ। এটা হতে যাচ্ছে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মানছেন, তার দল শিরোপার বেশ কাছে। কিন্তু মনোযোগ হারালে এবং বার্সাকে হালকাভাবে নিলে পরিস্থিতি পাল্টাতে সময় লাগবে না মনে করেন ইতালিয়ান কোচ, ‘আমরা ভালো করছি। কেক একদম প্রস্তুত, এখন একটু সাজানো বাকি। বার্সা এখনও জীবন্ত। তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিপক্ষ হতে যাচ্ছে, যারা পিএসজির কাছে হেরেও ভালো করছে। আমরা বিশ্বাস করি এটা হতে যাচ্ছে তীব্র লড়াইয়ের ক্লাসিকো, যেটা সচরাচর হয়। কিন্তু শিরোপার আরও কাছে যাওয়ার দারুণ সুযোগও এটা।’

এল ক্লাসিকোর সাম্প্রতিক পরিসংখ্যানে পিছিয়ে বার্সা। সবশেষ তিন ম্যাচের সবগুলোতেই মাদ্রিদ ক্লাব জিতেছে। আগের দেখায় স্প্যানিশ সুপার কাপে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে হারতে হয় কাতালানদের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা