X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!

তানজীম আহমেদ
২৭ এপ্রিল ২০২৪, ২২:০৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২২:১২

ইকবাল হোসেন, চট্টগ্রাম আবাহনীতে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৬ গোল করে আলোচনায় উঠে এসেছিলেন। এই মৌসুমে দলবদল করে শেখ রাসেলে পা রাখেন। তবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে হঠাৎ উধাও এই ফরোয়ার্ড। পরবর্তীতে জানা গেছে, ক্লাবের কাউকে না জানিয়ে লিগের মাঝপথে পাড়ি জমিয়েছেন কানাডাতে! এনিয়ে ক্লাব থেকে দুইবার তাকে স্থানীয় ঠিকানায় কারণ দর্শানো নোটিশ দিলেও কোনও সাড়া মিলছে না। ক্যাম্পে যোগ দেওয়ার তাগাদা দেওয়া হলেও আদতে অন্য প্রান্ত নিশ্চুপ! 

প্রিমিয়ার লিগে সবশেষ ঈদের আগে মোহামেডানের বিপক্ষে খেলেছিলেন ইকবাল। ছুটির পর আর ক্যাম্পে যোগ দেননি, ছুটিও নেননি। এখন পর্যন্ত শেখ রাসেল ম্যাচ খেলছে তাকে ছাড়াই।

উধাও হয়ে যাওয়ার পর ক্লাব থেকে ইকবালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গ্রামের বাড়ি সিলেটেও হদিস মেলেনি। পরবর্তীতে ইকবালের ফেসবুকের মাধ্যমে জানা গেছে তিনি কানাডায় অবস্থান করছেন!

এ প্রসঙ্গে ক্লাবটির টিম লিডার মোহাম্মদ ফখরুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'ইকবাল আমাদের কাউকে না বলে ঈদের পর আর ক্যাম্পে যোগ দেয়নি। শোকজ করা হয়েছে তাকে। পুরো বিষয়টি আমরা বাফুফেকে জানিয়েছি। এখন কেউ যদি নিজের ভবিষ্যত অন্য কোথাও খোঁজার চেষ্টা করে, সেটা তার বিষয়। আমরা নিয়মে যা আছে তাই অনুসরণ করছি।'

শেখ রাসেলে নিয়মিত একাদশে খেলতেন ইকবাল। খেলায় তার অনুপস্থিতি দলকে বেশ ভোগাচ্ছে। যে কারণে কোচও আছেন কিছুটা রেগে। রাইট উইংয়ে তার জায়গায় অন্যদের ওপর চাপও বেড়েছে।

ক্লাব আশা করছে, ইকবাল যেখানে থাকুক, ফিরে আসবেন। বাকি ম্যাচগুলো খেলবেন। যদিও এখন পর্যন্ত সাড়াশব্দ পাওয়া যায়নি। তার হোয়াটসঅ্যাপে কল কিংবা ম্যাসেজ দিয়েও সাড়া মেলেনি। নিয়ম অনুযায়ী এখন তৃতীয় শোকজ পত্র দিতে যাচ্ছে ক্লাবটি। এরপর সাড়া না পেলে পরের ধাপে যাবে ক্লাবটি।

তবে ইকবালের সঙ্গে এই প্রতিবেদকের কিছু দিন আগে ফেসবুকে কথা বলার সুযোগ হয়েছিল। অবশ্য তখন তিনি অন্য কথা বলেছেন, 'আমি এখন কানাডাতে আছি। ভিজিট ভিসাতে আছি। ক্লাব থেকে সপ্তাহখানেক ছুটি নিয়ে এসেছি। চলে আসবো।'

আর কোনও কথা বলার সুযোগ না দিয়ে ইকবাল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে আর কল করলে কিংবা মেসেজের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। সপ্তাহ পেরিয়ে আরেক সপ্তাহ শুরু হলেও ইকবালের খোঁজ নেই! ক্লাবের অন্য খেলোয়াড়রাও তার এমন উধাও হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। কেন এভাবে দেশ ছেড়েছেন, কারও কিছু বোধগম্য হচ্ছে না। যেখানে ক্লাবের পারিশ্রমিক থেকে অন্য সব সুবিধাদি ভালো।

পেশাদার লিগে মূল স্তরে খেলার মাঝে বড় ক্লাবের কোনও খেলোয়াড় এভাবে কাউকে না জানিয়ে দেশের বাইরে চলে যাওয়ার ঘটনা বিরলই!

এমনিতে শেখ রাসেল লিগে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে বিপাকে আছে। এমন পরিস্থিতিতে নিয়মিত একাদশের খেলোয়াড় ইকবাল না থাকায় দলে অন্যদের ওপর চাপটা যেন একটু বেশি অনুভূত হচ্ছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
ঘটনার তদন্তে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন পুলিশ কর্মকর্তা
ঘটনার তদন্তে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন পুলিশ কর্মকর্তা
পাঞ্জাবের বিদায়, টিকে রইলো বেঙ্গালুরু
পাঞ্জাবের বিদায়, টিকে রইলো বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন