X
বুধবার, ২২ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনাল

ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৪, ০২:৫৯আপডেট : ০১ মে ২০২৪, ০৩:১৬

ইউরোপের অন্যতম সফল দুই ক্লাবের লড়াই। যাকে বলা হচ্ছে ইউরোপিয়ান ক্লাসিকো। এমন নামকরণের যথার্থ প্রদর্শনী দেখা গেলো মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে যেখানে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। বোঝা যাচ্ছে ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে দ্বিতীয় লেগে। প্রথম লেগটা নিষ্পত্তি হয়েছে ২-২ ড্রয়ে। আগামী ৮ মে বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগ।   

শুরু থেকেই চাপ সৃষ্টি করেছিল স্বাগতিক বায়ার্ন। কিন্তু জাল কাঁপাতে পারছিল না মোটেই। প্রথম মিনিটের ৪০তম সেকেন্ডেই বায়ার্ন গোল পেতে পারতো। হ্যারি কেইনের থ্রু বল থেকে বাম প্রান্তের দুরূহ কোণ থেকে লেরয় সানে শট নিয়েছিলেন। পা দিয়ে বলটি রুখে স্বাগতিকদের গোল বঞ্চিত করেন রিয়াল মাদ্রিদের গোলকিপার আন্দ্রি লুনিন। ৬ মিনিটে একইভাবে কেইনকেও হতাশ করেন তিনি। এক মিনিট পর আবারও আক্রমণে যান সানে। এবার বক্সের অনেক ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। 

বিপরীতে রিয়াল ছিল বাক্সবন্দী। কিন্তু ২৪ মিনিটে প্রথম গোলটি পেয়েই নিজেদের গুছিয়ে নিতে পারে তারা। টনি ক্রুসের থ্রু বল ধরে বক্সের কাছে দৌড়াতে থাকা ভিনিসিয়ুস জুনিয়র ডান পায়ের শটে বায়ার্ন গোলকিপারকে পরাস্ত করে প্রথম গোলটি করেছেন। 

প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ এসেছিল বায়ার্নেরও। সরাসরি ফ্রি কিক থেকে হ্যারি কেইন শট নিলেও বাম প্রান্ত দিয়ে সেটি চলে যায় লক্ষ্যের বাইরে।

বিরতির পর ম্যাচের দৃশ্যপট বদলাতেও সময় নেয়নি। ৫১ মিনিটে গোলের প্রথম সুযোগটি পায় রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যামের অ্যাসিস্টে বক্সের বাম প্রান্ত থেকে শট নিয়েছিলেন টনি ক্রুস। সেটি দারুণ দক্ষতায় রুখে দেন বায়ার্ন গোলকিপার। তার পর চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বায়ার্ন। তাতে বায়ার্নের সম্ভাবনাও জোরালো হয়ে ওঠে! ৫৩ মিনিটে বায়ার্নকে ম্যাচে ফেরান প্রথম মিনিটে সুযোগ হাতছাড়া করা লেরয় সানে। তাকে অ্যাসিস্ট করেছিলেন কোনরাড লাইমার। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়েও যায় তারা। স্পট কিকটি নেন হ্যারি কেইন। রিয়াল মাদ্রিদের লুকাস ভেসকেস বক্সের মধ্যে ফেলে দেন জামাল মুসিয়ালাকে। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজিয়েছেন। তাতে চ্যাম্পিয়নস লিগের চলমান মৌসুমে এমবাপ্পের সমান ৮ গোল হয়ে গেছে ইংলিশ তারকার। চ্যাম্পিয়ন্স লিগে আট গোল করা প্রথম ইংলিশ ফুটবলার এখন তিনি। পেছনে ফেলেছেন সাত গোল করা স্টিভেন জেরার্ডকে।  

পেনাল্টি থেকে গোল করেছেন হ্যারি কেইনও। কেইন ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটিও পেতে যাচ্ছিলেন। দুর্ভাগ্য তার শট রুডিগারের পায়ে লেগে বদলায় গতিপথ। তার আগে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন টনি ক্রুস।    

খেলার ধারায় ৮০ মিনিটে সমতা ফেরানোর সুর্বণ সুযোগ আসে রিয়ালের। লুকা মদ্রিচের বাড়ানো বল দৌড়ে বুক দিয়ে নামিয়ে শট নেন ভিনিসিয়ুস। দৃঢ়ভাবে দাঁড়ানো ম্যানুয়েল নয়্যার সহজেই রুখে দেন তার শট। তাতে রিয়ালের পিছিয়ে পড়ার সম্ভাবনা দেখা দিলেও দুই মিনিট পর পেনাল্টি ভাগ্য সমতায় ফেরায় তাদের। রদ্রিগোকে বক্সের মধ্যে ফেলে দেন কিম মিন জায়ে। তাকে হলুদ কার্ড দেখিয়ে স্পট কিকের বাঁশি বাজাতে দেরি হয়নি রেফারির। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। ম্যাচে যা ছিল তার জোড়া গোল!  

 

/এফআইআর/ 
সম্পর্কিত
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
দুইদিন বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ
দুইদিন বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত