X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৪, ১৯:১৩আপডেট : ০৪ মে ২০২৪, ১৯:১৩

ভালো বাজেটের দল হয়েও প্রিমিয়ার লিগে সুবিধা করতে পারছিল না শেখ রাসেল। ম্যাচ জেতা যেন ভুলেই গিয়েছিল। তবে আজ শনিবার পিছিয়ে পড়েও পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে তারা। আগে গোল করেও জিততে পারেনি ফর্টিস। শেখ রাসেল তাদের হারিয়েছে ২-১ গোলে। এর আগে লিগের প্রথম পর্বে গোলশূন্য ড্রতে দুই দল পয়েন্ট ভাগাভাগি করেছিল।

শনিবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সপ্তম মিনিটে শেখ রাসেল ভালো সুযোগ পায়। বক্সে ভালো জায়গায় বল পেয়ে গিয়েছিলেন মোহাম্মদ গান্তো, কিন্তু সময়ক্ষেপণ করে শট নিতে পারেননি। কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করেন ডিফেন্ডাররা। কর্নারের পর শেখ রাসেলের ভ্যালেরি স্টেপানেকোর জোরালো ভলি যায় পোস্টের অনেক বাইরে দিয়ে।

১৫ মিনিটে ফর্টিসের পা ওমার বাবু বক্সের বাইরে থেকে চেষ্টা করেছিলেন, কিন্তু বল খুঁজে পায়নি ঠিকানা। ৩১ মিনিটে একটি আক্রমণ ফিস্ট করে রুখে দেওয়ার একটু পর পরাস্ত হন মিতুল মারমা। সতীর্থের পাস ধরে বক্সের একটু ওপর থেকে নেওয়া পা ওমার বাবুর শট বলের লাইনে ঝাঁপিয়ে আটকাতে পারেননি শেখ রাসেল গোলকিপার, পোস্ট ঘেঁষে বল লুটোপুটি খায় জালে। এগিয়ে যায় ফর্টিস।
তবে তাদের এই এগিয়ে থাকাটা বেশি সময় থাকেনি।

পাঁচ মিনিট পর ঘুরে দাঁড়ায় শেখ রাসেল। কোডাই লিডার বাঁকানো ফ্রি কিকে বলের গতিবিধি বুঝেই উঠতে পারেননি গোলকিপার শান্ত কুমার রায়। দূরের পোস্টে থাকা নাইজেরিয়ান ফরোয়ার্ড গাঞ্জু আতান্দা কাজে লাগান সুযোগ। সমতা ফেরে ম্যাচে।

দ্বিতীয়ার্ধের শুরুতে শেখ রাসেলের রক্ষণে চাপ দিতে থাকে ফর্টিস। তবে প্রতিপক্ষের আক্রমণ সামলে ৬৪ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেলই। সতীর্থের লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে পায়ের কারিকুরিতে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান মনির আলম। হেডে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন দীপক রায়।

শেষ দিকে সমতাসূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফর্টিস। ৮১ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে মামুনুল ইসলাম মামুনের গতিময় শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েও সুবর্ণ সুযোগ নষ্ট করেন জাতীয় দলের সাবেক এই অভিজ্ঞ মিডফিল্ডার। একটু পর রেফারির শেষ বাঁশিতে আনন্দের ছোঁয়া রাসেল শিবিরে।

দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শাহেদ হোসেন ও এদুয়ার্দ মোরিওর গোলে ২-০ ব্যবধানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

লিগে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পুলিশ। সমান ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ১৪। ফর্টিসের পয়েন্ট ১৬। টানা তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া রহমতগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে আছে নবম স্থানে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে: বিএসএমএমইউ ভিসি
উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে: বিএসএমএমইউ ভিসি
দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশ সক্ষম: আইজিপি
দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশ সক্ষম: আইজিপি
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি