X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আফসোসে পুড়ছেন হৃদয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মে ২০২৪, ২২:২১আপডেট : ০৪ মে ২০২৪, ২২:২১

প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে বসুন্ধরা কিংসের বিপক্ষে লড়াই করে ২-১ গোলে হেরেছে আবাহনী লিমিটেড। বিরতির পর প্রতিপক্ষকে চাপে রেখে এক গোলের বেশি পায়নি। বিশেষ করে ম্যাচ শেষ হওয়ার কিছু সময় আগে মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে সমতায় ফেরা হয়নি আকাশী-নীল জার্সিধারীদের। এনিয়ে আফসোস ফুরোচ্ছে না নারায়ণগঞ্জ থেকে উঠে আসা ফুটবলারের।

কিংস অ্যারেনাতে লিগে ১৪ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। পরের ম্যাচে মোহামেডানকে হারাতে পারলেই শিরোপা নিশ্চিত হবে তাদের। সমান ম্যাচে তৃতীয় হারে আগের ২৫ পয়েন্টে এখন রানার্সআপ হওয়ার লড়াইয়ে থাকতে হবে আবাহনীকে। যদিও মোহামেডান তিন পয়েন্টে এগিয়ে আছে।

এমন সমীকরণ দেখে হৃদয় ম্যাচ শেষে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কী বলবো বলুন। আমি তো গোলের জন্য লক্ষ্যে শট নিয়েছিলাম। গোলকিপার পরাস্ত হয়েছিল। দুর্ভাগ্য যে বল ক্রসবারে লেগে ফিরে আসে। গোলটা হলে লিগ কিছুটা হলেও জমতে পারতো। এখন এনিয়ে আর কী বলবো। আসলে আফসোস হচ্ছে।’

লিগের বাকি ম্যাচ জিততে চায় আবাহনী। পাশাপাশি ১৪ মে বসুন্ধরা কিংসের বিপক্ষে ফেডারেশন কাপের সেমিফাইনালে জয় চায়। হৃদয় বলেছেন, ‘লিগ শিরোপা পাওয়া হচ্ছে না। এখন ফেডারেশন কাপে সুযোগ আছে।  কিংসের বিপক্ষে ভালো খেলে ফাইনালে যেতে চাই। ট্রফিতে চোখ আমাদের।’

/টিএ/এফএইচএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান