X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৪, ০০:৪২আপডেট : ১১ মে ২০২৪, ০১:২৯

কিলিয়ান এমবাপ্পের প্যারিস সেন্ট জার্মেই ছাড়ছেন, এমন খবর বেশ পুরোনো। তবে সেগুলো এতদিন ছিল অনানুষ্ঠানিক কিংবা গুঞ্জন। এবার তার প্যারিস ছাড়ার খবর আনুষ্ঠানিক রূপ নিলো। এক ভিডিও বার্তায় প্রথমবার নিজ মুখে পিএসজিকে বিদায়ের কথা নিশ্চিত করলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। এবার নতুন কোনও দেশের নতুন ক্লাবে পা রাখার পালা। রিয়াল মাদ্রিদেই কি তাহলে যাচ্ছেন এমবাপ্পে!

২০১৮ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। এই ছয় বছরে ২৫৫ গোল ও ১০৮ অ্যাসিস্টে রেখেছেন অবদান। পিএসজির জার্সিতে ছয়টি লিগ শিরোপা জিতেছেন তিনি, পাশাপাশি তিনটি ফ্রেঞ্চ কাপ, দুটি লিগ কাপ ও চারটি ফ্রেঞ্চ সুপার কাপ ট্রফি হাতে নিয়েছেন।

২৫ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘আমি সবসময় বলেছি, সময় হলেই আমি আপনাদের সঙ্গে কথা বলবো। পিএসজিতে এটাই আমার শেষ বছর। আমি আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছি না। কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হতে যাচ্ছে।’

আগামী রবিবার পার্ক দে প্রিন্সেসে তুলোর মুখোমুখি হবে পিএসজি। প্যারিস ক্লাবের জার্সিতে এমবাপ্পের শেষবার ঘরের দর্শকদের সামনে খেলবেন। আর পিএসজির হয়ে তার শেষ ম্যাচ হবে ১৫ মে ফরাসি কাপের ফাইনালে লিওঁর বিপক্ষে। 

এমবাপ্পে আবেগঘন কণ্ঠে আরও বলেছেন, ‘অনেক আবেগের ব্যাপার এটা। বহু বছর যেখানে আমি খেলার সুযোগ পেয়েছি এবং সবচেয়ে বড় ও বিশ্বের অন্যতম সেরা ক্লাবের সদস্য হতে পারা ছিল দারুণ সম্মানের। এই ক্লাবেই অনেক চাপ নেওয়ার প্রথম অভিজ্ঞতা হয়েছে, খেলোয়াড় হিসেবেও এখানেই আমি উন্নতি করেছি, ইতিহাসের কিছু সেরা ও চ্যাম্পিয়ন খেলোয়াড়ের পাশে খেলেছি। অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, মানুষ হিসেবেও বেড়ে উঠেছি। যে গৌরবের অংশ হয়েছি এবং ভুল করেছি, তাও একটা দারুণ সম্মানজনক।’

পিএসজিতে পাওয়া কোচ উনাই এমেরি, থমাস টুখেল, মাউরিসিও পচেত্তিনো, ক্রিস্টোফে গালটিয়ের ও লুইস এনরিকে এবং ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরদের প্রতি কৃতজ্ঞতা জানান এমবাপ্পে।

তিনি আরও যোগ করেছেন, ‘মাঠের বাইরে ঘরে যাওয়া নানা ঘটনা, ক্লাবকে ঘিরে মাঝেমধ্যে ওঠা হইচইয়ের পরও কিছু সত্যিকারের ক্লাবপ্রেমী আছেন, যারা এই ক্লাবকে রক্ষা করেছেন এবং উঁচু স্থানে নিয়েছেন। এটা দারুণ। আমি জানি এইসব ভক্তরা যতদিন থাকবেন, ততদিন ক্লাব সুরক্ষিত থাকবে।’

পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার অনুভূতিও ব্যক্ত করেছেন এমবাপ্পে, ‘এটা কঠিন। আমি কখনও ভাবিনি যে এটা ঘোষণা করা এত কষ্টের হবে, আমার দেশ ফ্রান্স  ছেড়ে যাওয়া, লিগ ওয়ান চ্যাম্পিয়নশিপ, যেটা আমার অনেক পরিচিত। কিন্তু আমি মনে করি সাত বছর পর এটা, এই নতুন চ্যালেঞ্জ আমার দরকার।’

/এফএইচএম/
সম্পর্কিত
এমবাপ্পেকে অধিনায়ক করে ফ্রান্সের ইউরো স্কোয়াড ঘোষণা
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
বিদায়ের আগে ফ্রান্সের বর্ষসেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে 
সর্বশেষ খবর
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া