X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ১৯:৪৫আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২২:৩৩

অনেক আশা নিয়ে আজ প্রিমিয়ার হকি লিগে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন সোহানুর রহমান সবুজ। দুই গোল করতে পারলেই ১৯৯৫ সালে গড়া রফিকুল ইসলাম কামালের ৪০ গোলের রেকর্ড ছুঁতে পারতেন তিনি। কিন্তু দুর্ভাগ্য সবুজের। আজ মেরিনার ইয়াংস ৪-২ গোলে পুলিশ এসসিকে হারায়। মেরিনার্সের হয়ে এক গোল করে কাছাকাছি গিয়েও ২৯ বছরের রেকর্ড ভাঙা হয়নি!

সবুজ আজ ৩৮ গোল নিয়ে খেলতে নেমেছিলেন। সবুজের দল মেরিনার্স ৪ গোল করলেও তিনি করেছেন মাত্র একটি ৷ সবুজ পেনাল্টি কর্নার স্পেশালিস্ট হলেও আজ পাঁচটি পেনাল্টি কর্নার থেকে একটি গোলও আদায় করতে পারেননি। 

২০১৬ সালে রাসেল মাহমুদ জিমি ৩৭ ও এবার ৩৯ গোল করে থামলেন সবুজ। রেকর্ড না ভাঙতে পেরে বেশ আফসোস করে সবুজ বলেছেন, 'রেকর্ডের একেবারে দ্বারপ্রান্তে ছিলাম। অনেক স্বপ্ন ছিল রেকর্ড গড়ার, শেষ পর্যন্ত না হওয়ায় একটু খারাপ লাগছে।'

কামাল

পেনাল্টি কর্নার থেকেই ২২ গোল করেছিলেন সবুজ। সেই তিনি কিনা আজ পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেননি। শেষ ম্যাচে চাপও কাজ করেছে বলে সবুজে দাবি, 'রেকর্ড গড়ার একটা চাপ তো ছিলই। এছাড়া আজ পেনাল্টি কর্নার ভালো করে নিতেও পারেনি।'

সবুজ এরই মধ্যে টানা দুই বার লিগে সর্বোচ্চ গোলদাতা। ২০২১ সালে ৩৩ ও এবার ৩৯ গোল। তাই সামনের দিকে রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন, 'আগামী লিগে আবার নতুন করে শুরু করবো। ক্যারিয়ার শেষ পর্যন্ত চেষ্টা করবো৷' 

অন্যদিকে রেকর্ড অক্ষত থাকায় সাবেক তারকা খেলোয়াড় কামাল বলেছেন, 'সবুজ অত্যন্ত ভালো খেলোয়াড়। ভেবেছিলাম আজই হয়তো রেকর্ড হাতছাড়া হবে। নিজের রেকর্ড আরো একটু দীর্ঘস্থায়ী হলো এজন্য খানিকটা ভালো লাগলেও চাই পরবর্তী লিগে কেউ ভাঙুক৷'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা