X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৪, ২২:০১আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২২:০৬

প্রিমিয়ার হকি লিগে শেষ ম্যাচে কী হয়েছে, তা এখন অনেকেরই জানা। এই লিগে বিদেশি খেলোয়াড় ও কোচরা ছিলেন। যারা বাইরে থেকে এসেছেন, তাদের দেশে হকিতে এমন ভজঘট হয় কিনা সংশয় রয়েছে। বিশেষ করে মারামারি কিংবা কার্ড দেখানোর পর মাঠ ছেড়ে চলে যাওয়া, অতঃপর খেলা বর্জন! তবে বাংলাদেশের হকিতে তা নিত্যনৈমিত্তিক ঘটনা। বিদেশি খেলোয়াড় ও কোচরা তাই একটু অবাক হয়েছেন। বিশেষ করে প্রথমবার যারা ঢাকায় এসে কাজ করেছেন।

শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আম্পায়ার দুই দলের তিনজনকে লাল কার্ড দেখান। তা মানতে না পেরে মোহামেডান খেলা বর্জন করে। আম্পয়াররা আবাহনীকে জয়ী ঘোষণা করে।

দিনের পর দিন হকিতে নাটকীয় ঘটনা দেখে যারপরনাই সংশ্লিষ্টরা বিরক্ত। তার ওপর শেষ ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের হকির ওপর আবারও কালো দাগ পড়লো।

আবাহনী লিমিটেডে এবার প্রথমবার কোচ হয়ে এসেছেন ভারতের সিদ্ধার্ত ময়ুর পান্ডে। ঢাকার লিগে ঘটা এমন ঘটনা ভারত কিংবা অন্য কোনও দেশে হয় না বলে দাবি করেছেন তিনি বাংলা ট্রিবিউনের কাছে, ‘কীভাবে এক দল মাঠ ছেড়ে চলে যায়। এটা আমার এখনও বোধগম্য হচ্ছে না। সিদ্ধান্ত পছন্দ না হলেই কি মাঠ ছাড়তে হবে? আমি ভারত কিংবা অন্য কোনও দেশের হকিতে এমনটি দেখিনি। তাহলে কেন বাংলাদেশের মতো দেশে হবে, যেখানে হকির ভালো সম্ভাবনা আছে। এছাড়া আমি আমার দলকে বলেছিলাম সিদ্ধান্ত যতই বিপক্ষে যাক না কেন আমাদের মাঠ ছাড়ার ইচ্ছা নেই। এটা কোনও নিয়ম হলো না।’

এরপর নিরাশ হয়ে তার মন্তব্য, ‘এভাবে চললে বাংলাদেশের হকি এগোবে না। থেমে থাকবে। একটা কথা বলি। আগের ম্যাচে ঊষার বিপক্ষে মোহামেডানের সমস্যা হলো। ঊষার প্রতি অবিচার করা হয়েছিল। কই ওরা কি শেষমেশ খেলতে অপারগতা প্রকাশ করেছে?’

তবে লিগে আম্পায়ারিংয়ের মান যে খারাপ হয়েছে, তা পরোক্ষে স্বীকার করে ভারতের অনূর্ধ্ব-২১ দলে খেলা সাবেক খেলোয়াড় বলেছেন, ‘আমি মনে করি লিগের মতো বড় আসরে ভালো আম্পায়ার প্রয়োজন। এবং আম্পয়ারের সিদ্ধান্ত মানতে হবে। এটাই সমাধান। আর শেষ ম্যাচে তো আম্পায়ার দেখেশুনে কার্ড দেখিয়েছে। তার আবার রিভিউ হয় কীি করে! এছাড়া গোল কিংবা পেনাল্টি কর্নারের বিষয়ে রিভিউ হয়। কার্ড দেখানোর জন্য রিভিউ হয় না বলেই জানি।’

মোহামেডানের মালয়েশিয়ার কোচ ইমান গোপিনাথনের আবার বাংলাদেশের হকির চিত্র বেশ জানা। তার কথা, ‘আমরা লড়াই আগে শুরু করিনি। সমস্যা হয়েছে লাল কার্ড নিয়ে। আম্পায়ার কোনোভাবেই ভিডিও দেখে সিদ্ধান্ত নিতে চাননি। ওমানের আম্পায়ার সবচেয়ে বাজে। তার আম্পায়ারিং করার যোগ্যতা কেমন তা বোধগম্য হচ্ছে না। এভাবে হলে তো ম্যাচ খেলা যায় না। আপনারা ভিডিও দেখতে পারেন নতুন করে।’

এরপরই তার সোজাসাপ্টা কথা, ‘আসলে এই দেশে হকির উন্নয়ন হওয়া কঠিন। ক্লাবকে দেশের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া সবাই ট্রফি চায়, যে কোনোভাবে হোক না কেন।’

এদিকে প্লে-অফ নিয়ে লিগ কমিটি কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। এখন আবাহনী ও মেরিনার্সের মধ্যে খেলা কবে হবে কিংবা আদৌ হবে কিনা তা নির্ধারণ করবে নির্বাহী কমিটি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা