X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হকিতে ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ চায় মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৪, ১৭:০৪আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৭:০৫

প্রিমিয়ার হকি লিগে অঘোষিত ফাইনালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে আর খেলেনি মোহামেডান। তাতে আম্পায়াররা নির্দিষ্ট সময়ের পর আবাহনীকে জয়ী ঘোষণা করে। এ নিয়ে জল ঘোলা কম হচ্ছে না। রবিবার তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আজ দুপুরে ক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘আমাদের বিপক্ষে হকি লিগ জুড়ে যে অন্যায়-অবিচার হয়েছে। এজন্য আমরা ফেডারেশনকে নানা সময়ে চিঠি দিয়েছি, সেই চিঠির প্রতিকার পাইনি। তাই এখন বাধ্য হয়ে মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সুবিচারের দাবিতে।’

সেদিন যখন ঘটনা ঘটে তখন ম্যাচের ১৭ মিনিট বাকি। কিন্তু খেলোয়াড়দের মারামারিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। মোহামেডান তখন ৩-২ গোলে এগিয়ে। লাল কার্ড দেখেন মোহামেডানের দুই খেলোয়াড় দ্বীন ইসলাম ও তানভীর সিয়াম। লাল কার্ড দেখেন আবাহনীর মোহাম্মদ নাঈমুদ্দিনও। তবে সেদিন ভিডিও রেফারেল দেখে লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল সাদা-কালোরা। আজকের সংবাদ সম্মেলনেও একই অবস্থান তুলে ধরেন তারা।

মোহামেডানের সাবেক পরিচালক, কিংবদন্তিতুল্য সাবেক হকি খেলোয়াড় ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রতাপ শঙ্কর হাজরা বলেছেন, ‘এই লিগে অনেক ঘটনাই ঘটেছে। একটি লিগে তিনটি নিয়ম কীভাবে হয় সেই জবাব চাই ফেডারেশনের কাছে। এক ম্যাচে ( আজাদ-বাংলাদেশ স্পোর্টিং) এক কোয়ার্টার না খেলিয়ে পয়েন্ট ভাগাভাগি, আরেক ম্যাচ পরের দিন কয়েক মিনিট খেলা হলো আর আবাহনী-মোহামেডান খেলা শেষের আগেই ফলাফল ঘোষণা করা হলো।’

ঐতিহ্যবাহী ক্লাবটি সফল ডিসিপ্লিন থেকে নিজেদের সরে আসার পরিকল্পনা করছে বলে জানান প্রতাপ, ‘আম্পায়ারিং ও ফেডারেশন নিরপেক্ষ না হলে সেই লিগে অংশগ্রহণের যৌক্তিকতা নেই। মন্ত্রী যদি বিষয়টির সুষ্ঠু তদন্ত বা সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তখন আমাদের পরিচালনা পর্ষদ হকি না খেলার সিদ্ধান্ত নিতে পারে।’

প্রতাপ শঙ্কর হাজরা বর্তমান ফেডারেশনের কমিটির পরিবর্তন চান, ‘মন্ত্রী এবং মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন। নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে ফেডারেশন পরিচালনা করা উচিত। না হলে হকির সামনে মৃত্যু ঘটবে।’

আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জর্জরিত ছিলেন মোহামেডানের কর্মকর্তারাও। নানা প্রতিকূলতার মধ্যেও মোহামেডান ৩-২ গোলে এগিয়ে ছিল। ম্যাচের বাকি ছিল মাত্র ১৭ মিনিট। সেই মুহূর্তে মোহামেডানের খেলোয়াড়রা কেন খেলা শেষ করলো না? এমন প্রশ্নের জবাবে মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেছেন, ‘মিমো আগে আক্রমণ করেছে। সেই আক্রমণের প্রেক্ষিতে আমাদের খেলোয়াড়রা রক্তাক্ত হয়েছে। অথচ আম্পায়ার আমাদের বেশি কার্ড দিয়েছে। হকিতে উত্তেজিত মুহূর্তে খেলোয়াড়রা জড়ায়, সেটি অনেক দিন থেকেই নতুন কিছু নয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী