X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তৃতীয়বারের মতো বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ১৭:০০আপডেট : ০২ মে ২০১৬, ১২:৫১

কাজী সালাহউদ্দীন তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন। নরসিংদী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য  কামরুল আশরাফ খান পোটনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সভাপতি হলেন তিনি।
কাজী সালাহউদ্দিন পেয়েছেন ৮৩ ভোট। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন পেয়েছেন ৫০ ভোট। বাতিল হয়েছে ১টি ভোট। 

এছাড়া-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদ্য কাজী নাবিল আহমেদ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সহ-সভাপতি নির্বাচিত হলেন তিনি। কাজী নাবিল ছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত আরও তিনজন হলেন বাদল রায়, তাবিথ আওয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি। কাজী নাবিল আহমেদ পেয়েছেন সর্বাধিক ৯২ ভোট। এছাড়া বাদল রায় ৭৩, মহিউদ্দিন আহমেদ মহি ৭২ ও তাবিথ আওয়াল পেয়েছেন ৬৬টি ভোট।

সহ-সভাপতিদের মধ্যে একমাত্র তাবিথ আওয়াল স্বতন্ত্র প্রার্থী। বাকিরা সবাই কাজী সালাহউদ্দিন প্যানেলের প্রার্থী।


কড়া নিরাপত্তার মধ্যদিয়ে রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে দুপুর ২টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলে প্রায় সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানান, নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দীন আহমেদ। নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ফিফা ও এএফসি প্রতিনিধি সি মুন ইয়ং।
ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। নিয়মানুযায়ী প্রথমে সভাপতি পদের ভোট গণনা করা হয়। গণনা শেষে নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দীন জানান, সর্বাধিক ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজী সালাহউদ্দিন। অন্যদিকে ৫০টি ভোট পেয়েছেন সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। বিজয়ী হওয়ার পরপরই কাজী সালাহউদ্দিনকে অভিনন্দন জানান ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
এবারের বাফুফে নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৪ জন। এর মধ্যে জেলার ভোটার ৬৭ জন, ক্লাবের ৫৩ জন, বিশ্ববিদ্যালয়ের ৬ জন, শিক্ষা বোর্ড ৫ জন, রেফারি অ্যাসোসিয়েশেন, কোচেস অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থার ১ জন করে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বশেষ ভোটটি দেন কামরুন নাহার ডানা।
এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে ভোট দিয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন। তার সঙ্গে ভোট দিয়েছেন পাবনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু।

/আরএম/এফআইআর/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা চতুর্থ শিরোপা জিতে ম্যানসিটির ইতিহাস 
টানা চতুর্থ শিরোপা জিতে ম্যানসিটির ইতিহাস 
খারকিভে রুশ হামলায় নিহত ১০
খারকিভে রুশ হামলায় নিহত ১০
আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা
হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ