X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সোমবার ক্লাব কাপ হকির ফাইনালে মুখে‌‌‌ামুখি ঊষা-‌‌‌আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৬, ১৭:৫৫আপডেট : ০৮ মে ২০১৬, ১৮:৩৮

ক্লাব কাপ হকির ট্রফি হাতে দুই দলের অধিনায়ক মার্সেল ক্লাব কাপ হকির শিরোপা লড়াইয়ে কাল সোমবার বিকাল ৩টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের নীল টার্ফে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড।

দুই সাবেক জাতীয় কোচ আবাহনীর মাহবুব হারুন ও ঊষার মামুনুর রশিদের মধ্যকার কৌশল ও অভিজ্ঞতার লড়াইও বটে এ ফাইনাল। গত দুই বারের চ্যাম্পিয়ন ঊষার সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি আর আবাহনীর সামনে আছে শিরোপা পুনরুদ্ধারের প্রত্যয়। দুই কোচ একসময় খেলেছেন একসঙ্গে। একে অপরের ট্যাকটিস ও টেকনিক সম্পর্কে ভালোভাবেই অবগত। কাল দুজনের সময়োচিত সিদ্ধান্ত ও পদক্ষেপের ওপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য।

দুই দলই নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে পৌঁছেছে ফাইনালে। প্রথম সেমিফাইনালের নির্ধারিত সময়ের ২০ সেকেন্ড আগে সমতাসূচক গোল করে মোহামেডানের বিপক্ষে শ্যুটআউটে ম্যাচ জেতে ঊষা। আর আবাহনীও শেষ মিনিটে গোল করে মেরিনার্সের বিপক্ষে জেতে দ্বিতীয় সেমিফাইনালটি। তাই ফাইনাল যদি হয় সেরা নৈপুণ্য প্রদর্শনের লড়াই তার 'পারফেক্ট ওয়ার্ম-আপ’ করা হয়েছে দুই দলেরই।

একদিকে আবাহনী আর ঊষার লড়াই বলা হলেও এটি পরোক্ষভাবে পাকিস্তান ও মালয়েশিয়ার লড়াই। আবাহনীতে খেলছেন চার পাকিস্তানি শাকিল আব্বাসি, তোসিক আরশাদ, শাফকাত রাসুল ও মো. ইরফান। এর মধ্যে সেমিফাইনালে তোসিক আরশাদ ও শাফকাত রাসুল করেছেন একটি করে গোল। তবে বাকি দুজন দলকে ভালো সার্ভিস দিতে পারেননি। ঊষার চারজন বিদেশি রিক্রুটদের চারজনই মালয়েশিয়া থেকে আগত। তারা হলেন ইসমাইল আবু, মোহাম্মদ শফিক চোলান, জুলহাইরি বিন হাশিম ও ফাইজাল বিন শারি। তবে পাকিস্তানি খেলোয়াড়রা ব্যক্তি নৈপুণ্যে এগিয়ে, মালয়েশিয়ানরা টিমওয়ার্ক নির্ভর।

ঊষার মিডফিল্ডার সারোয়ার আর সামনে তিন ফরোয়ার্ড কৃষ্ণ কুমার, হাসান যুবায়ের নিলয় ও পুষ্কর ক্ষিসা মিমো তাদের মূল শক্তি। আবাহনীর মিডফিল্ডার রোম্মান সরকার গত দুটি ম্যাচে দলের সেরা পারফর্মার। গোলপোস্টে অধিনায়ক অসিম গোপ, ডিফেন্সে খোরশেদুর রহমান ও ফরহাদ শিটুল আবাহনীর ভরসা। পেনাল্টি কর্নারে দুই দলের ভারসাম্য সমান।

আবাহনী অধিনায়ক অসিম গোপ বলেন, ‘আমরা শিরোপা জয়ের জন্যই নামবো। আবাহনী কখনও দ্বিতীয় সেরা হতে চায়না। আমাদের ফরোয়ার্ড লাইনের পারফরম্যান্স ওঠা-নামা করেছে। সোমবার আমার প্রত্যাশা আমাদের ফরোয়ার্ড লাইন তাদের সত্যিকার সামর্থ্যটা দেখাবে।’

ঊষা অধিনায়ক কৃষ্ণ কুমার বলেন, ‘আমরা শিরোপা জয়ের হ্যাটট্রিক করতে মুখিয়ে আছি। দল প্রস্তুত শিরোপা জয়ের জন্য, আমরা টিমওয়ার্ক চাই। টিমওয়ার্ক ভালো হলে ঊষা অপ্রতিরোধ্য, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা