X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ক্লাব কাপ হকিতে চ্যাম্পিয়ন আবাহনী

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৬, ১৬:৫৫আপডেট : ০৯ মে ২০১৬, ১৮:২৩


ক্লাব কাপ হকির শিরোপা হাতে আবাহনী অনবদ্য টিম ওয়ার্ক, পাকিস্তানি খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য সর্বোপরি জয়ের তীব্র আকাঙ্ক্ষা এই তিন উপাদানকে পুঁজি করে আট বছর পর ক্লাব কাপ হকির শিরোপা জিতলো আবাহনী। আজ সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মার্সেল ক্লাব কাপ হকির ফাইনালে ঊষা ক্রীড়াচক্রকে ৫-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।

প্রথম গোলটি ছিল পুরোপুরি মালয়েশিয়ান কম্বিনেশনে। ৮ মিনিটে মাঝমাঠ থেকে ইসমাইল আবুর এরিয়াল হিটে বক্সের ডান প্রান্ত থেকে ফ্লিক করে ঊষাকে এগিয়ে দেন আরেক মালয়েশিয়ান ফরোয়ার্ড ফাইজাল বিন শারি (১-০)। ১০ মিনিটে পরপর দু’টি পেনাল্টি কর্নার আদায় করে নেয় আবাহনী। প্রথমটি ঊষার গোলরক্ষক আবু সাইদ নিপ্পন গ্লাভস দিয়ে ঠেকান। দ্বিতীয়টি সাইড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। দুটি হিট-ই নিয়েছিলেন পাকিস্তানি কাশিফ আলী।

১৫ মিনিট তৃতীয় পিসি থেকে সমতা আনে আবাহনী। শাফকাত রসুলের পুশ, রুম্মান সরকারের স্টপের পর তৌফিক আরশাদের মাটি কামড়ানো হিটে বোর্ডে আছড়ে পড়ে বল (১-১)। আবাহনীর পেনাল্টি কর্নার বৈচিত্র্যে বিভ্রান্ত হয় ঊষা। কারণ বিপ্লব ডামি দেন। দেখান যে বল তিনিই স্টপ করবেন। কিন্তু তিনি তা করেননি। আর এতেই ঊষা বিভ্রান্ত হয়ে পড়ে।
২৫ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ঊষা। অধিনায়ক কৃষ্ণ কুমারের হিট, বক্সের মাঝামাঝি পেয়ে যান ফাইজাল বিন শারি। কিন্তু আবাহনীর গোলকিপার অসীম গোপ দ্রুত এগিয়ে এসে গ্যাপ কমিয়ে ফেলেন। ফলে ফাইজালের হিট আঘাত করে অসীম গোপের প্যাডে।

২৭ মিনিটে ২৫ গজ রেখার একটু সামনে থেকে নিখুঁত থ্রু দেন রুম্মান সরকার। পাকিস্তানি ফরোয়ার্ড মো. ইরফান বক্সের মাঝামাঝি থেকে স্টিকের জাদুতে দু’জন মার্কারকে পেছনে ফেলে গোল করে এগিয়ে দেন আবাহনীকে (২-১)। প্রথমার্ধে মূলত বল পজিশন ও কৌশলগত কারণে আধিপত্য বিস্তার করে আবাহনী। মাঠ বড় করে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং উভয় প্রান্ত ব্যবহার করে ঊষাকে কোনঠাসা করে রাখে।

৩৯ মিনিটে একটি কাউন্টার অ্যাটাক থেকে স্কোর লাইন ৩-১ করে ফেলে আবাহনী। মাঝমাঠ থেকে শাফকাত রসুলের কোনাকুনি হিট বক্সের ডানপ্রান্তে নিয়ন্ত্রণে নেন পুরো টুর্নামেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা শাকিল আব্বাসি। কব্জির মোচড়ে মার্কারকে বিভ্রান্ত করে কোনাকুনি হিটে বোর্ডে বল আছড়ে ফেলেন এই পাকিস্তানি ফরোয়ার্ড। ঊষার হতাশা তখন চরমে। ৪৪ মিনিটে পিসি পায় ঊষা ক্রীড়া চক্র। কিন্তু কৃষ্ণ-নাইমুদ্দিন-চোলানের কম্বিনেশন বিফলে যায়।

৪৮ মিনিটে পাকিস্তানি ডিফেন্ডার কাশিফ আলীর স্কুপ ঊষার ২৫ গজ রেখার সামনে আয়ত্বে নিয়ে রিভার্স হিটে দলের চতুর্থ গোল করেন শাফকাত রসুল (৪-১)। শিরোপার সুবাস পেতে শুরু করে আবাহনী। ৫৬ মিনিটে দলের পঞ্চম কর্নার থেকে শাফকাত রসুলের পুশ ও রুম্মানের স্টপে পঞ্চম গোলটি করেন তৌসিফ আরশাদ (৫-১)।

এটি আবাহনীর তৃতীয় ক্লাব কাপ শিরোপা জয়। এর আাগে ২০০৪ ও ২০০৮ সালে দুবার শিরোপা জিতেছিল আবাহনী।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫