X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ইংরেজি ও ব্যাটিংয়ে ভয় মুস্তাফিজের!

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০১৬, ২৩:২৬আপডেট : ২৪ মে ২০১৬, ২৩:৪৭

সতীর্থদের সঙ্গে মুস্তাফিজ বিশ্বসেরা সব ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার বোলিং নিয়ে রীতিমতো গবেষণা করছে প্রতিপক্ষ দলগুলো। সেই মুস্তাফিজের নাকি দুটি জিনিসে ভয়! প্রথমত ব্যাটিং আর দ্বিতীয়ত ইংরেজি ভাষা। আইপিএল-এ খেলতে গিয়েই মূলত এই দুই ভীতির কথা জানিয়েছেন মুস্তাফিজ। এর আগেও বিদেশ সফরে গিয়েছেন তিনি। কিন্তু সেখানে সতীর্থদের দ্বারা পরিবেষ্টিত হয়েই ছিলেন। ফলে কোনও সমস্যা হয়নি।

আইপিএল খেলতে প্রথমবারের মতো একা বিদেশ সফরে মুস্তাফিজ। যেখানে ভিন্ন-ভিন্ন দেশের খেলোয়াড়, পৃথক ভাষা। একে তো ঘরকুনো মুস্তাফিজ স্বজনদের কাছে থেকে দূরে, তার ওপর ইংরেজি না জানার দুর্বলতা। তবে সব প্রতিকূলতা জয় করে ১৪ ম্যাচে ৬.৭১ গড়ে ১৬টি উইকেট নিয়েছেন এই বিস্ময় বালক।

সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থ রিকি ভুইয়ের সঙ্গেই বেশি কথা হয় মুস্তাফিজের। কারণ রিকিও বাংলা জানেন। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক আলাপচারিতায় মুস্তাফিজকে তুলে ধরেছেন এ মৌসুমে একটি ম্যাচেও সুযোগ না পাওয়া রিকি ভুই। সানরাইজার্সের হয়ে খেলার সুযোগ না পেলেও দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে যাচ্ছেন রিকি ভুই। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের এই খেলোয়াড় টিম ম্যানেজমেন্ট ও দলের সঙ্গে মুস্তাফিজের মেলবন্ধন গড়ে তুলেছেন।

রিকি ভুই ইএসপিএনকে বলেন, 'মুস্তাফিজের সঙ্গে আমার বেশ জমে। সে ইংরেজি জানে না বলে দলের অন্যদের সঙ্গে কথা বলে না। কিন্তু আমি বাংলা জানি তাই সে আমার সঙ্গেই কথা বলে। ফলে দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব জমে উঠেছে।'  তিনি আরও বলেন, ' মাঠে প্রয়োজনের সময় প্রতীকী ভাষা ব্যবহার করে মুস্তাফিজ। আর মাঠের ভেতরে-বাইরে কাজ চালায় দুটি শব্দ দিয়েই। স্লোয়ার বল করতে চাইলে সে কব্জি ঘোরাবে। বাউন্সার করতে চাইলে মাথার দিকে ইশারা করবে। স্রেফ দুটি শব্দ বলে সে- প্রবলেম ও নো প্রবলেম।'

ম্যাচ চলার সময়ও কোচ-অধিনায়কের পরামর্শ মুস্তাফিজকে বুঝিয়ে দেন ভুই। তিনি বলেন, 'স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় আমি মাঠে গিয়ে ওয়ার্নারের নির্দেশনা মুস্তাফিজকে অনুবাদ করে দেই।'

তবে ভাষার ব্যবধানকে খুব একটা পাত্তা দেননি সানরাইজার্স কোচ টম মুডি। তিনি বলেন, 'দারুণ ব্যক্তিত্ব তার। খুবই মজার ছেলে সে। শুধু মাঠের ভেতরে নয়, বাইরেও এই দলে সে অনেক কিছু যোগ করেছে। তার ইংরেজি কিছুটা ভালো হয়েছে। আর এমনিতে ক্রিকেটের একটা চিরন্তন ভাষা তো আছেই।' মুস্তাফিজের সতীর্থ শিখর ধাওয়ান বলেন, ' বেশিরভাগ সময়ই ফিজ বুঝে নেয় আমরা ওকে কী বলেছি। সে অসাধারণ বোলার এবং তার ক্রিকেট জ্ঞানও দারুণ।'

ম্যাচের বাইরে কিভাবে সময় কাটে কাটার মাস্টারের? রিকি ভুই বলেন, 'সে সব সময় নিজের কক্ষেই থাকে। ইংরেজি বলার ভয়ে সে সামাজিক অনুষ্ঠানেও যাওয়া বাদ দিয়েছে। বোলিং নিয়েও টুকটাক কথা বলে। তবে সে তার পরিবার নিয়ে কথা বলতে বেশি আগ্রহী। ভাইয়ের সঙ্গে স্কাইপিতে অনেক কথা বলে।' শেষ দিকে রিকি ভুই হাসতে হাসতে জানান, দুটি ব্যাপারেই মুস্তাফিজের আপত্তি; সে সবসময়ই বলে, 'আমি ব্যাটিং করতে আর ইংরেজি বলতে চাই না!'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাণহানি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: কাদের
প্রাণহানি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: কাদের
কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান
কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ