X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোপার ফাইনালে মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৬, ০৯:০০আপডেট : ২২ জুন ২০১৬, ১৪:১৯

লিওনেল মেসি-গঞ্জালো হিগুয়েনদের দুর্দান্ত নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা দুইবার কোপার ফাইনালে উঠলো লিওনেল মেসির দল। বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেছেন হিগুয়েন। একটি করে গোল করেছেন মেসি ও লাভেজ্জি। নিজে একটি গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন এই বার্সা তারকা।

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোপার ফাইনালে মেসির আর্জেন্টিনা

হিউস্টনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকা আর্জেন্টিনা ম্যাচের ৩ মিনিটেই লাভাজ্জির গোলের এগিয়ে যায়। মেসির বাড়ানো বলে গোল করেন পিএসজি তারকা। ম্যাচের ৩২ মিনিটে দর্শনীয় এক ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি নিজেই।

ডি-বক্সের খানিকটা বাইরে মেসিকে ফাউল করে বিপদ ডেকে আনেন ক্রিস ওন্ডোলোভস্কি। ফ্রি-কিক নেওয়ার আগে বুটের ফিতা সময় নিয়ে বাঁধলেন মেসি। তারপর নিলেন বাঁ পায়ের বাঁকানো এক শট। বল ডান কোণের ক্রসবার ঘেঁষে ঢুকলো জালে। সঙ্গে সঙ্গে রেকর্ডের খাতায় রেখা হলো মেসির নাম।

আর্জেন্টাইন কিংবদন্তি বাতিস্তুতার রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ গোল দাতা হলেন বার্সার এই তারকা। আর্জেন্টিনার হয়ে মেসির গোল হলো ৫৫টি। ১১২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন মেসি। বাতিস্তুতা ৫৪ গোল করেছিলেন ৭৮ ম্যাচ খেলে। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোপার ফাইনালে মেসির আর্জেন্টিনা

২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। ৫০ মিনিটের মাথায় স্কোর ৩-০ করেন গঞ্জালো হিগুয়েন। খেলার ৮৬ মিনিটে আমেরিকার ডিফেন্সকে বোকা বানিয়ে দুর্দান্ত এক পাস দেন ফাঁকায় দাড়ানো হিগুয়েনকে। দারুণ ওই পা থেকে শুধু পা লাগিয়ে গোল করেন হিগুয়েন। ৪-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

একমাত্র আর্জেন্টিনাই গ্রুপ পর্বের তিন ম্যাচে জয় পায়। সেমিফাইনালসহ ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ বার বল পাঠালেন মেসি-হিগুয়েইনরা। বিপরীতে দু’টি গোল হজম করেন গোলরক্ষক সার্জিও রোমেরো।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া