X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৬, ০৩:৩৮আপডেট : ২৬ জুন ২০১৬, ০৪:০৯

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইউরোর শেষ আটে পৌঁছেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ১১৭ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন রিকার্ডো কুয়ারেজমা। তবে গোলটির আসল কৃতিত্ব অবশ্য রোনালদোরই । তার দুর্দান্ত একটি শট ফিরিয়ে দেন ক্রোয়াট গোলকিপার। হেড করে ফাঁকা পোস্টে বল জালে জড়িয়ে দেন কোয়ারেজমা। ১-০ গােলের জয় নিয়ে শেষ আটে পৌঁছে যায় পর্তুগাল। এ হারে শেষ ষোলো থেকে বিদায় নিল লুকা মদ্রিচ-মানজুকিচদের ক্রোয়েশিয়া। আগামী বৃহস্পতিবার পোল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পর্তুগাল। ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে রোনালদোর পর্তুগাল

এদিন খেলার নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের প্রথামার্ধেও গোল হয়নি। ১১৭তম মিনিটে রিকার্ডো কুয়ারেজমা গোলটি করেন। খেলার শুরুতে দুদলই নিজেদের ঘর সামলে পাল্টা আক্রমণে যাওয়ার কৌশল বেছে নেয়। ফলে খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারেনি কোনও দলই। ২৫  মিনিটে পর্তুগালের ডিফেন্ডার রাফায়েল গুয়েরেইরোর ফ্রি-কিকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন পেপে। প্রথমার্ধে এলোমেলো ফুটবল খেলা দল দুটি দ্বিতীয়ার্ধের নিজেদের গুছিয়ে নেয়। কিন্তু নির্ধারিত সময়ে কেউই প্রতিপক্ষের রক্ষণকে পরীক্ষায় ফেলতে পারেনি।
৬১ মিনিটে গোল করার সেরা সুযোগ পায় ক্রোয়েশিয়া। কিন্তু ইভান রাকিতিচের দারুণ ক্রসে লক্ষ্যভ্রষ্ট হেডে সুযোগটি নষ্ট করেন ডিফেন্ডার ভিদা। দুই মিনিট পর প্রতিপক্ষের সীমানায় বল পেলেও সমর্থকদের হতাশ করেন দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নামা নানি। শুরু থেকে নিজের ছায়া হয়ে থাকা রোনালদো প্রতিপক্ষের ডি বক্সে প্রথম বলের ছোঁয়া পান ৬৫ মিনিটে। তবে দলকে গোল এনে দিতে পারেননি তিনি। নির্ধারিত সময়ে দুই দলের কোনও খেলোয়াড়ই গোল বরাবর শট নিতে পারেননি।

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে রোনালদোর পর্তুগাল

১১৩ মিনিটে ক্রোয়েশিয়ার আরেকটি প্রচেষ্টা বিফলে যায়; কর্নারে ভিদার হেড ক্রসবারের সামান্য উপর দিয়ে যায়। দুই মিনিট পরেই মিডফিল্ডার ইভান পেরিসিচের প্রচেষ্টা পোস্টে লাগে।

এরপরেই প্রতি-আক্রমণে জয়সূচক গোলের দেখা পায় পর্তুগাল। নানির রক্ষণচেরা পাসে ডান দিক থেকে রোনালদোর নেওয়া শট কোনওমতে পা দিয়ে ঠেকান গোলরক্ষক, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। বিনা বাধায় হেডে বল জালে জড়ান বদলি মিডফিল্ডার কুয়ারেজমা। বাকি সময়ে গোল পরিশোধের দারুণ একটি সুযোগ পায় ক্রোয়াটরা; কিন্তু ভিদার ভলি পোস্ট ঘেঁষে চলে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ইভান রাকিতিচ-মানজুকিচ-মদ্রিচদের ক্রোয়েশিয়া।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন