X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গ্রিজম্যান জাদুতে শেষ আটে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৬, ২০:৫৩আপডেট : ২৬ জুন ২০১৬, ২০:৫৭

আতোঁয়া গ্রিজম্যানের জোড়া গোলে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোর শেষ আটে পৌঁছেছে স্বাগতিক ফ্রান্স। এদিন খেলার শুরুতেই পিছিয়ে পড়ে দিদিয়ের দেশমের দল। ফলে বড় অঘটনের শঙ্কা তৈরি হয় তবে। তবে ৫৭ ও ৬১ মিনিটে দুটি গোল করে সব শঙ্কা উড়িয়ে দলকে শেষ আটে নিয়ে যান এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ৩২ গোল করা গ্রিজম্যান।

গ্রিজম্যান জাদুতে শেষ আটে ফ্রান্স

খেলার শুরুতেই স্বাগতিকদের হতভম্ব করে দেয় রিপাবলিক অব আয়ারল্যান্ড। ম্যাচের শুরুতে আয়ারল্যান্ডের এক খেলোয়াড়কে বক্সের ভেতর ফাউল করে বসেন পল পগবা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডান পাশের সাইডপোস্ট ঘেঁষে শট নিয়েছিলেন রবি ব্র্যাডি। তার শটটে সাইডপোস্টে লেগে জালে জড়ায়। খেলার ২ মিনিটের মাথায় এগিয়ে যায় রিপাবলিক অব আয়‌‌‌ারল্যান্ড।

পিছিয়ে পড়ে গোলশোধে মরিয়া হয়ে উঠে ফরাসীরা। খেলার ২৪ মিনিটে গোলশোধের সুযোগ পেয়েছিল ফ্রান্স। ৩৫ গজ দূর থেকে জোরের ওপর শট নিয়েছিলেন পগবা। তবে তার শটটি ব্লক করেন এড রুডলফ। প্রথমার্ধে আর বলার মতো তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স।  এগিয়ে যাওয়ার পর আইরিশদের উল্লাস

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়ে হয়ে উঠে ফ্রান্স। ৪৯ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিলেন দিমিত্রি পায়েত। তবে সেটি থেকে কোনও গোল হয়নি। খেলার ৫৭ মিনিটে দলকে সমতায় ফেরান অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা গ্রিজম্যান। ব্যাকারি সাঙ্গার ক্রস থেকে হে‌‌‌ডে দারুণ এক গোল করেন গ্রিজম্যান। এর চার মিনিট পরে আবারও গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এবার গোলের উৎস অলিভার জিরুদ। তার দূলপাল্লার ক্রস থেকে বল জালে জড়ান গ্রিজম্যান। ২-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

গো‌‌‌লের পর গ্রিজম্যানের উদযাপন

খেলার ৬৬ মিনিটে ১০ জনের দলে পরিণত আয়ারল্যান্ড। পেছন থেকে গ্রিজম্যানকে বিপদজনকে ভাবে ফাউল করেন আই‌‌রিশ প্লেয়ার শেন ডাফি। তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি।

খেলার ৭৬ মিনিটে গোলবারের বাধায় গোলবঞ্চিত হয় ফ্রান্স। ডি-বক্সের কাছকাছি থেকে শক্তিশালী শট নিয়েছিলেন জিরুদের বদলি হিসেবে নামা আন্দ্রে পিয়ের গিজনাক। কিন্তু তার শটটি গোলবারে লেগে ফেরত আসে। শেষ দিকে আইরিশ রক্ষণে বেশ কয়েকবার হানা দিলেও গোল পায়নি ফরাসিরা। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা