X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টেস্টে ভালো খেলেই সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরতে চান মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৬, ১৫:৪৫আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৫:৫১

মুমিনুল হক সৌরভ বাংলাদেশের জাতীয় দলের টেস্ট স্কোয়াডে অটোমেটিক চয়েজ মুমিনুল হক সৌরভ। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের দলে তিনি অনিয়মিত। গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন তিনি। এর আগে ওয়ানডে দলে থাকলেও কম্বিনেশনের ফাঁদে পড়ে নিজের পছন্দের পজিশনে খেলতে পারেননি মুমিনুল হক সৌরভ। অন্যদিকে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট খেলেছেন আরও আগে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ এই ফরম্যাটের ক্রিকেটে মাঠে নেমেছিলেন তিনি।

তারপরও সংক্ষিপ্ত ফরম্যাট নিয়ে একদমই ভাবছেন না মুমিনুল। তার ভাবনায় টেস্ট ক্রিকেটে রান করা। শনিবার মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘অন্য ফরম্যাট নিয়ে আপাতত চিন্তা করছি না। যেভাবে আমাকে টেস্ট ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে, ওয়ানডেতে ঢুকতে হলে টেস্টে ভালো খেলতে হবে। ওই জায়গাটা স্ট্রং রেখে আমাকে অন্য ফরম্যাটের কথা চিন্তা করতে হবে। আমার কাছে মনে হয় আমি যদি টেস্টে খুব ভালো পারফর্ম করি তাহলে কোচ ও নির্বাচকরা ওয়ানডের কথা বিবেচনা করবেন। আগে টেস্ট তারপর অন্য ফরম্যাট..।'

আগামী সেপ্টেম্বরের ৩০ তারিখে ইংল্যান্ড আসলে প্রায় এক বছর পর মাঠে নামা হবে মুমিনুলের। আর না এলে অপেক্ষা আরও বাড়বে। তবে আসন্ন এই সিরিজ খেলতে মুখিয়ে আছেন টেস্ট স্পেশালিস্ট খ্যাত মুমিনুল। তিনি বলেন, ‘আমার কাছে ইংল্যান্ড সিরিজটি একটু বেশিই কাঙ্ক্ষিত। অনেক দিন ধরে আমি খেলার মধ্যে নেই। অনেকেই মনে করছেন দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা একটু সমস্যা হবে। তবে আমি আশা করি এমন কোনও সমস্যা হবে না। কারণ এর মধ্যে আমি বিসিএল ও জাতীয় লিগ খেলেছি। চার দিনের খেলার মধ্য দিয়ে টেস্ট খেলার মতই টাচে ছিলাম। অন্যরা ওভাবে ছিলো না। সে অনুযায়ী আমি একটু এগিয়ে থাকবো।’

আপনাকে টেস্ট স্পেশালিস্ট বলা হয়-এটাকে কিভাবে দেখছেন; এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘কষ্টও লাগে না, আবার গর্বও হয় না। এই জিনিসটা আমি নিজে তৈরি করেছি। টেস্টে আমার গড় ভালো। ওইভাবেই আমি নিজেকে গড়েছি। এ জন্য আমার কাছে অতটা ভালোও লাগে না, আবার খারাপও লাগে না। সব সময় খেলার মধ্যে থাকলে ভালো লাগে।’

টেস্টে ধারাবাহিকতার কারণে তাকে ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হয়- বিষয়টি কেমন লাগে জানতে চাইলে তিনি বলেন, ‘এই জিনিসটা ভালো লাগে না, খারাপ লাগে। এখনই আমি এমন কিছু করিনি যে ওনার সঙ্গে তুলনা করতে হবে।'

নিজেদের কন্ডিশনে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন মুমিনুল। তিনি বলেন, ‘আমাদের দেশের কন্ডিশনে আমরা খুব ভালো দল। ইংল্যান্ড যদি আমাদের দেশে এসে খেলে তাহলে ইতিবাচক ফল আশা করতেই পারি। আমাদের এখন মুস্তাফিজ আছে, সাকিব ভাই আছে। আমাদের একটা ভালো লেগ স্পিনার থাকলে অনেক ভালো হত। ওয়ানডের মত আমরা টেস্টে অতটা ভালো না। হয়ত একটু সময় লাগবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী