X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাওনা পরিশোধের প্রতিশ্রুতি শেখ জামালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৬, ২৩:০৬আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২৩:০৯

পাওনা পরিশোধের প্রতিশ্রুতি শেখ জামালের শেখ রাসেল ক্রীড়া চক্রকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ১৬ লাখ ৩৩ হাজার টাকা প্রদান করার নিশ্চয়তা দিয়েছে শেখ জামাল। ফলে কাল থেকে শুরু হওয়া জজ ভুইয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের দেনা-পাওনা জনিত সমস্যারও আপাত সমাধান হয়েছে। কাল থেকে চট্টগ্রামে যথারীতি শুরু হচ্ছে বিপিএলের নবম আসর।

শেখ জামালকে দেওয়ার জন্য চট্টগ্রাম আবাহনী ১৬ লাখ ৩৩ হাজার টাকার চেক জমা ছিল বাফুফের কাছে। সেটি এখন বাফুফে শেখ রাসেলকে দিয়ে দেবে। পরিবর্তে শেখ রাসেল আর কোনও আপত্তি জানাবেনা। অন্যন্যা ক্লাবের বাকি টাকা শেখ জামাল আগামী ৩০শে আগস্টের মাঝে শোধ করে দেবে বলে বাফুফের কাছে চিঠি দিয়েছে। এর মধ্যে শেখ জামালের প্রাপ্য অর্থও সমন্বয় করবে বাফুফে।

শেখ জামালের কাছে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র মোট ৫৫ লাখ ৯০ হাজার টাকা পাবে। তবে শেখ জামালও যে বিভিন্ন খেলোয়াড়দের কাছে টাকা পাবে না তা কিন্তু নয়। শেখ জামাল বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের কাছ থেকে ১৬ লাখ ৩৩ হাজার টাকা পাবে। সে অর্থে শেখ জামালের নিট দেনা ৩৯ লাখ ৫৬ হাজার পাঁচশো ৬৭ টাকা।

প্রথমে অাছেন কেষ্ট কুমার বোস ও ইয়াসিন খানের মামলা। এ দুই ডিফেন্ডার ঢাকা আবাহনীর কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার পরও যোগ দেন শেখ জামালে। দুই জনের অগ্রিম হিসেবে নেওয়া মোট ১২ লাখ ৫০ হাজার টাকা আবাহনীকে ফেরত না দিলে তারা মাঠে নামতে পারছেন না।

একই অবস্থা দিদারুল হক ও লিংকনের। দিদারুল ৮ লাখ ও লিংকন ১০ লাখ টাকা অগ্রিম হিসেবে নিয়েছিলেন শেখ রাসেলের কাছ থেকে। কিন্ত পরে যোগ দিয়েছেন শেখ জামালে। তাই শেখ জামালের কাছে শেখ রাসেল এ টাকা দাবি করেছে। কমিটির রায়ও তাদের পক্ষে।

বর্তমানে ঢাকা আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল, চট্টগ্রাম আবাহনীর দুই ডিফেন্ডার ইয়ামিন মুন্না ও নাসিরউদ্দিন চৌধুরি তিনজন শেখ জামালের কাছ থেকে গত মৌসুমের চুক্তির অর্থের ১৬ লাখ টাকা পাবেন। তারা তাদের পাওনা অর্থ দাবি করছেন। পাওনা পরিশোধ না করলে জামালকে খেলার অনুমতি দিতে বাধা প্রদানে আবেদন করেছেন।

তবে দেনা-পাওনার ব্যাপারটি একপাক্ষিক নয়। চট্টগ্রাম আবাহনীর দুই নির্ভরযোগ্য নাম সোহেল রানা ও রায়হান হাসান শেখ জামালের কাছ থেকে সাত লাখ টাকা করে অগ্রিম নিয়ে যোগ দিয়েছেন বন্দর নগরীর ক্লাবটিতে। মিডফিল্ডার আলমগীর কবির রানাও জামালের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছেন শেখ রাসেলে। তাদের কাছ থেকে ষোলো লাখেরও বেশি টাকা পাবে শেখ জামাল।

শেখ জামালের কাছে ঢাকা আবাহনীর পাওনা

কেষ্ট কুমার বোস---২ লাখ টাকা (অগ্রিম)

ইয়াসিন খান- ১০ লাখ ৫০ হাজার টাকা (অগ্রিম)

শেখ জামালের কাছে শেখ রাসেল ক্রীড়া চক্রের পাওনা

দিদারুল – ৮ লাখ টাকা (অগ্রিম)

মো. লিংকন---১০ লাখ টাকা (অগ্রিম)

শেখ জামালের কাছে বিভিন্ন খেলোয়াড়ের পাওনা

শহীদুল আলম সোহেল-- ৭ লাখ ২০ হাজার টাকা (গত মৌসুমের বকেয়া)

ইয়ামিন মুন্না---৪ লাখ ৫০ হাজার টাকা (গত মৌসুমের বকেয়া)

নাসিরউদ্দিন চৌধুরী---৫ লাখ টাকা (গত মৌসুমের বকেয়া)

বিভিন্ন খেলোয়াড়ের কাছে শেখ জামালের পাওনা

আলমগীর কবির রানা--২ লাখ টাকা (অগ্রিম)

রায়হান হাসান-- ৭ লাখ টাকা (অগ্রিম)

সোহেল রানা--- ৭ লাখ ৩৩ হাজার টাকা (অগ্রিম)

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!