X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মার্গারিটাও ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে

রায়হান মাহমুদ
২৪ আগস্ট ২০১৬, ১৮:৪০আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৯:০৫

মার্গারিটা মামুন অলিম্পিকে স্বর্ণ জেতা বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুনকে নিয়ে সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গন বেশ সরগরম। বলা হচ্ছে, মার্গারিটা বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছিলেন কিন্তু তাকে ফিরিয়ে দেয় বাংলাদেশ জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশন। কিন্তু তথ্য ঘেঁটে জানা গেল, বাংলাদেশকেও ফিরিয়ে দিয়েছিলেন সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিক্সের ইন্ডিভিজুয়াল অলরাউন্ডে সোনা জেতা মার্গারিটা।

জানা গেছে, ২০০৯ সালে একবার বাংলাদেশে এসেছিলেন মার্গারিটা। কিন্তু রিদমিক জিমন্যাস্টিক্সের অবকাঠামোগত সুবিধা না থাকায় তাকে সহায়তা করতে পারেনি জিমন্যাস্টিক্স ফেডারেশন। পরে ২০১২ সালে মার্গারিটাকে দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছিল জিমন্যাস্টিক্স ফেডারেশন। কিন্তু ততদিনে রাশিয়ার জুনিয়র দলে অন্তর্ভুক্ত হওয়া মার্গারিটার সামনে দেশটির সিনিয়র দলে ঢোকার হাতছানি থাকায় বাংলাদেশে আসেননি তিনি।

আজ বুধবার জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, 'এতদিন আমরা এ ব্যাপারে কোনও উপসংহার টানতে পারছিলাম না। কারণ আমাদের কাগজ-পত্র যাচাই-বাছাই করা বাকি ছিল। এখন আমরা দৃঢ়ভাবে বলতে পারি যে মার্গারিটা কখনও বাংলাদেশে জুনিয়র পর্যায়ে কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে মার্গারিটা জুনিয়র পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলেছে, তা ঠিক নয়।' মার্গারিটা মামুন

তবে তিনি স্বীকার করেছেন ২০০৯ সালের দিকে মার্গারিটা একবার বাংলাদেশে এসেছিলেন। এমনকি দেশের হয়ে খেলতেও চেয়েছিলেন কিন্তু রিদমিক জিমন্যাস্টিক্সের কোনও অবকাঠামো না থাকায় ফেডারেশন তাকে সহায়তা করতে পারেনি।

আহমেদুর রহমান বলেন, '২০০৯ সালে মার্গারিটা যখন রাশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশে এসেছিলেন তখন আমাদের সঙ্গে তার কথা হয়েছিল। এখানে একটি বিষয় স্পষ্ট করতে চাই যে মার্গারিটার ইভেন্ট হলো রিদমিক জিমনাস্টিক্স। বাংলাদেশে এর কোনও প্রচলন নেই। নেই কোনও অনুশীলন অবকাঠামোও। এমনকি কোচও নেই। তাই তাকে আমরা রাখতে পারিনি। আমরা জিমন্যাস্টিক্সের প্রচলিত ইভেন্টগুলোই চর্চা করি, রিদমিক জিমন্যাস্টিক্স নয়।'

সে যাত্রায় ফিরিয়ে দিলেও ২০১২ সালে মার্গারিটাকে দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছিল জিমন্যাস্টিক্স ফেডারেশন। কিন্তু সেবার মার্গারিটা রাশিয়া জাতীয় দলে ঢুকে যাওয়ায় আর বাংলাদেশের আসেননি। মার্গারিটা মামুন

জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বলেন, 'বলা হচ্ছে বাংলাদেশ নাকি তাকে ফিরিয়ে দিয়েছিল। এটি সত্য নয়। কারণ ২০১২ সালের অলিম্পিক্সের আগে ফেডারেশনের সভাপতি শেখ বশির আল মামুন মার্গারিটাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য যোগাযোগ করেছিলেন। তার মা তখন বলেছিলেন, মার্গারিটা এখন রাশিয়ান জুনিয়র দলের সদস্য, তার সামনে রয়েছে সিনিয়র দলের হাতছানি। তাই মার্গারিটার পক্ষে এখন বাংলাদেশে আসা সম্ভব নয়।'

উল্লেখ্য মার্গারিটার বাবা আবদুল্লাহ আল মামুনের বাড়ি রাজশাহীতে, তিনি মস্কো প্রবাসী একজন মেরিন ইঞ্জিনিয়ার। মার্গারিটার মা আনা রাশিয়ান নাগরিক ও সাবেক জিমন্যাস্ট। মার্গারিটার জন্ম মস্কোতে ১৯৯৫ সালে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি